দৈনিক সংগ্রাম এর উদ্যোগে আজ শুক্রবার রাত সাড়ে ৭টায় নগরীর আহসান আহমেদ রোডস্থ ঐতিহ্যবাহী ক্যান্টন চায়নিজ রেস্টুরেন্টে পত্রিকার এজেন্ট এবং খুলনা জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়নের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। সভায় প্রধান অতিথি থাকবেন দৈনিক সংগ্রাম এর মহাব্যবস্থাপক মোহাম্মদ আবুল হোসাইন চৌধুরী।

দৈনিক সংগ্রামের খুলনা বিভাগীয় প্রধান আব্দুর রাজ্জাক রানার সভাপতিত্বে বিশেষ অতিথি থাকবেন পত্রিকার সার্কুলেশন ম্যানেজার খন্দকার এমদাদুল হক, বিজ্ঞাপন ম্যানেজার মো. আসহাবুর রহমান আফতাব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান ও সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল। মতবিনিময় সভায় স্থানীয় হকার্স ইউনিয়নের নেতৃবৃন্দ এবং এজেন্টবৃন্দ উপস্থিত থাকবেন। পরে নৈশভোজের আয়োজন করা হয়েছে।