৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৫ উপলক্ষে কিশোরগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো, সযত্নে তোমায় রাখবো আগলে মূল প্রতিপাদ্য নিয়ে জেলা সমাজসেবা কার্যালয়, প্রবীণ হিতৈষী সংঘ, স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের অংশগ্রহণে সভায় সভাপতিত্ব করেন প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি সাবেক সিভিল সার্জন অধ্যক্ষ অব ডা:আতিকুল সারোওয়ার। সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. কামরুজ্জামান খানের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ফৌজিয়া খান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মাহমুদুল ইসলাম তালুদকদার (পিপিএম), সিভিল সার্জন প্রতিনিধি ডা:নাজমুল করিম।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, এড আব্দুর রশিদ, প্রবীণ হিতৈষী সংঘের যুগ্ম সম্পাদক আলহাজ্ব মেহের উদ্দিন,প্রফেসর মাহবুবুর রহমান, সহ-সভাপতি আব্দুর রহিম, সাবেক সভাপতি প্রফেসর ডা. মুহিউদ্দিন আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো শহীদুল্লাহ, শাহনাজ পারভীন , সদর উপজেলা সমাজসেবা অফিসার মুহাম্মদ মাঈনুর রহমান মনির, শহর সমাজসেবা কর্মকর্তা মো. সিদ্দিকুর রহমান, প্রবেশন অফিসার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মিঠুন চক্রবর্তী, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিবৃন্দ। এর আগে একটি র্যালি সমাজসেবা বালিকা সদন থেকে শুরু হয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।