জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে মঙ্গলবার (৫ আগস্ট ) গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) সদরদপ্তরে আয়োজন করা হয় মিলাদ ও দোয়া মাহফিল। একইসঙ্গে গাজীপুরে গণঅভ্যুত্থানে শহীদদের কবরস্থানে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

গণঅভ্যুত্থানকালীন সময়ের গৌরবময় আত্মত্যাগ স্মরণে আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. মোঃ নাজমুল করিম খান। তার সঙ্গে ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ জাহিদুল হাসান, পিপিএম (সেবা), উপ-পুলিশ কমিশনারবৃন্দ, বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সকল স্তরের পুলিশ সদস্য।

দোয়া মাহফিলে শহীদদের রূহের মাগফিরাত কামনা করা হয় এবং গণঅভ্যুত্থানের আদর্শকে লালন করে জনগণের নিরাপত্তা ও সেবায় অটল থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন পুলিশ সদস্যরা।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এই উদ্যোগ গণতান্ত্রিক চেতনা ও শহীদদের আত্মত্যাগের প্রতি একটি অনন্য শ্রদ্ধাঞ্জলি হিসেবে বিবেচিত হচ্ছে।