দীর্ঘ এক যুগের প্রতীক্ষার পর অবশেষে আংশিকভাবে চালু হতে যাচ্ছে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল। আগামী ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবসে আনুষ্ঠানিকভাবে হাসপাতালের শিশু ও মেডিসিন বিভাগ চালু করা হবে। গত ১১ মার্চ মঙ্গলবার দুপুর হাসপাতালের সেমিনার কক্ষে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের আন্তঃবিভাগীয় স্বাস্থ্যসেবা চালুকরণ সংক্রান্ত এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। দীর্ঘ আলোচনা শেষে কুষ্টিয়া জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান হাসপাতাল চালুর ঘোষণা দেন।

তিনি বলেন, ‘যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করেই দ্রুততম সময়ের মধ্যে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল চালু করতে হবে। এর জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে হাসপাতাল কর্তৃপক্ষকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘কুষ্টিয়্ সাধারণ মানুষ যাতে চিকিৎসাসেবা পেতে কোনো ভোগান্তির শিকার না হন, সেদিকে নজর দিতে হবে। এ অঞ্চলের মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।’

সভায় জানানো হয়, প্রথম ধাপে হাসপাতালের শিশু ও মেডিসিন বিভাগ চালু করা হবে। ৭ এপ্রিল থেকে প্রতিদিন প্রতিটি ইউনিটে ১০০ জন করে মোট ২০০ রোগী ভর্তি নেওয়া হবে।

পরবর্তীকালে ধাপে ধাপে অন্যান্য বিভাগ চালু করে হাসপাতালকে পূর্ণাঙ্গরূপে কার্যকর করা হবে। চিকিৎসা কার্যক্রম পুরোপুরি চালু করতে প্রয়োজনীয় লোকবল, যন্ত্রপাতি, আসবাবপত্র ও ওষুধ সরবরাহ নিশ্চিত করতে হবে।

হাসপাতালের পরিচালক ডা. মো. আনোয়ারুল কবীর বলেন, ‘আমাদের কাছে যদি খুব দ্রুত সবকিছু সম্পন্ন করার প্রত্যাশা করা হয়, তবে তা বাস্তবসম্মত হবে না। আমরা ধাপে ধাপে অগ্র্রসর হচ্ছি।’