গাজীপুরের কালীগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ড্রাম ট্রাকের চাপায় সিএনজি চালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও দুইজন। শুক্রবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে টঙ্গী–ঘোড়াশাল বাইপাস সড়কের দেওপাড়া চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, মোঃ আলাউদ্দিন জানান, নিহতরা হলেন নরসিংদীর মনোহরদি উপজেলার সুকন্দি গ্রামের নূরুল ইসলামের ছেলে মো. অলি উল্লাহ (৪০), ময়মনসিংহের তারাকান্দা এলাকার শুক্কুর আলীর ছেলে মোঃ মোতালিব (৩৫) এবং সিরাজগঞ্জের হাফিজুর রহমানের ছেলে চার বছর বয়সী শিশু তামিম। আহতরা হলেন শিশুর পিতা হাফিজুর (৪০) ও তার স্ত্রী ছালমা বেগম (৩৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, নরসিংদীগামী সিএনজি অটোরিকশাটিকে বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। গুরুতর আহত শিশুটি পরে হাসপাতালে মৃত্যু বরণ করেন। আহত পিতা ও মাতাকে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়, পরে তাদের উন্নত চিকিৎসার জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

কালীগঞ্জ থানার উপপরিদর্শক, এসআই মাকসুদুল কবির নকিব জানান, “দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত দুইজনকে গাজীপুর হাসপাতালে পাঠানো হয়েছে।”

উল্লেখ্য, এর আগে গত বছরের ১৪ সেপ্টেম্বর একই স্থানে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে সিএনজি অটোরিকশা ধাক্কা দিলে পাঁচ যাত্রী নিহত হয়েছিলেন।