ফেনী সংবাদদাতা : বিশ্ব স্কাউট আন্দোলনের একটি বিশাল বার্ষিক ইভেন্ট, যেখানে “জ্যাম্বুরি অন দ্য এয়ার” (JOTA) এবং “জ্যাম্বুরি অন দ্য ইন্টারনেট” (JOTI) এর সমন্বয়ে স্কাউটরা অপেশাদার রেডিও এবং ইন্টারনেটের মাধ্যমে একে অপরের সাথে সংযোগ স্থাপন করে। এটি বিশ্বজুড়ে স্কাউটদের মধ্যে বন্ধুত্ব, সাংস্কৃতি বিনিময় করার একটি মাধ্যম। এই ইভেন্টে কোনো ভ্রমণ বা ক্যাম্পের দরকার হয় না- বরং স্কাউটরা নিজ নিজ দেশে থেকেই অংশ নেয়। এটি বিশ্বের সবচেয়ে বড় ভার্চুয়াল স্কাউট ইভেন্ট।
ফেনীতে ৩ দিন ব্যাপি বিশ্ব স্কাউটসের এই ইভেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে, প্রধান অতিথি ছিলেন এ.কে.এম ফরিদ আহমেদ (এল.টি) কমিশনার, বাংলাদেশ স্কাউটস ফেনী জেলা এবং সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ স্কাউটস ফেনী জেলার সহ সভাপতি সাংবাদিক একেএম আবদুর রহীম।
বিশেষ অতিথি ছিলেন প্রধান শিক্ষক, ফেনী শিশু নিকেতন কালেক্টর স্কুল, উপস্থিত ছিলেন তন্ময় রয়, জেলা স্কাউট লিডার।
সঞ্চালনায় ছিলেন মো: বেল্লাল হোসেন (এল.টি) সম্পাদক, বাংলাদেশ স্কাউটস ফেনী জেলা।
সভাপতিত্ব করেন গিয়াস উদ্দিন প্রধান শিক্ষক, ফেনী সেন্ট্রাল হাই স্কুল।