বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান বলেছেন, জনগণ জুলাই সনদের পক্ষে ভোট দিলে সনদ বাস্তবায়ন হবে, বিপক্ষে ভোট দিলে জামায়াতে ইসলামীর কোনো আপত্তি থাকবে না।

কারণ জামায়াতে ইসলামীর সকল আন্দোলন-সংগ্রাম জনগণের জন্য, জনগণের যেকোনো মতামত জামায়াতে ইসলামী মেনে নেয় এবং নেবে। তিনি আরও বলেন, ‘জুলাই সনদের আইনি ভিত্তি’, ‘পিআর পদ্ধতিতে সংসদের উভয় কক্ষের নির্বাচন’, ‘অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ’, ‘ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা’, এবং ‘স্বৈরাচারের দোসর জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ’ করার ৫ দফা দাবি জামায়াতে ইসলামীর একক দাবি নয়, পুরো জাতি ৫ দফা দাবি বাস্তবায়ন চায়। ৫ দফা দাবি বাস্তবায়নের মাধ্যমে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচন জাতিকে উপহার দেওয়া সম্ভব। জাতি এমন একটি নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছে। নতুন বাংলাদেশ গড়তে ইনসাফ ও ন্যায়ের প্রতীক দাঁড়িপাল্লায় সমর্থন দিতে তিনি খুলনাা-৩ সংসদীয় এলাকার জনসাধারণের প্রতি আহ্বান জানান। বুধবার (৮ অক্টোবর) শ্রমিক কল্যাণ ফেডারেশনের খুলনা মহানগরী কার্যালয়ে খুলনা-৩ আসনের আসন পরিচালনা কমিটির বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।

খুলনা-৩ আসনের আসন পরিচালক আজিজুল ইসলাম ফারাজীর সভাপতিত্বে ও সদস্য সচিব অধ্যাপক ইকবাল হোসেনের পরিচালনায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সহ-সভাপতি মাস্টার শফিকুল আলম, ইসলামী ছাত্রশিবির খুলনা মহানগরী সেক্রেটারি মু. রাকিব হাসান, ব্যাবসায়ী থানা সভাপতি সিদ্দিকুর রহমান, খালিশপুর থানা আমীর মাওলানা আব্দুল্লাহ আল মামুন শেখ, দৌলতপুর থানা আমীর মোশারফ আনসারী, আড়ংঘাটা থানা আমীর মনোয়ার আনসারী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের খুলনা মহানগরী সহ-সভাপতি এস এম মাহফুজুর রহমান, জামায়াত নেতা আব্দুল আউয়াল, মাওলানা মহিউদ্দিন, আজিজুর রহমান স্বপন, ইসমাইল হোসেন পারভেজ, শ্রমিক নেতা জাহিদুল ইসলাম, রফিকুল ইসলাম, ডা. সৈয়দ গোলাম কিবরিয়া, মোনতাজুর রহমান, দেলোয়ার হোসেন, কাজী বায়জিদ, আরিফ বিল্লাহ, আমিনুল ইসলাম, ইবাদত হোসেন, রেজাউল কবির, আলাউদ্দিন শেখ প্রমুখ।