নোয়াখালী সংবাদদাতা : নোয়াখালী শহর শাখা জামায়াতের উদ্যোগে সীরাত সম্মেলন ও সীরাতপাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। নোয়াখালী আইনজীবী সমিতির হল রুমে বিকেলে ভরপুর দর্শকের উপস্থিতিতে সীরাত আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা নিজামুদ্দিন ফারুক, প্রধান আলোচকের বক্তব্য রাখেন ফেনী আল জামিয়াতুল ফালাহিয়া মাদরাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা ফারুক আহমদ, নোয়াখালী শহর জামায়াতের আমীর মাওলানা মো. ইউসুফ এর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মো. মায়াজ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন মাওলানা প্রফেসর মেসবাহ উদ্দিন, এডভোকেট তাজুল ইসলাম সভাপতি নোয়াখালী জেলা আইনজীবী সমিতি, জেলা কর্মপরিষদ সদস্য ডাক্তার বোরহান উদ্দিন, হাফেজ মাওলানা আবদুল্লাহ, এডভোকেট আবদুল বাচেত প্রমুখ নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন রাসুল (সঃ) পথ ধরে দীনকে বিজয়ী করার জন্য সকলে সক্রিয় ভূমিকা পালন করতে হবে, সেজন্য উদাত্ত আহ্বান জানান। অনুষ্ঠানে মোহনা শিল্পীগোষ্ঠী হামদ ও নাত পরিবেশন করে।