রাজশাহীতে ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। আহত হন ৩ জন। সোমবার ভোরে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের গোদাগাড়ী উপজেলার রাজাবাড়িহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই নিহতরা হলেন, রাজশাহী নগরীর হোসনীগঞ্জ মহল্লার জাফর হক (৪৫), গোদাগাড়ী উপজেলার ঠাকুরযৌবন গ্রামের সুন্দরী (৬০) ও একই গ্রামের আদরী (৩৫)।

এছাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা এক নারীসহ আরো তিনজনকে রাজশাহী মেডিকেলে ভর্তি করেন। গোদাগাড়ী থানার পুলিশ জানায়, রোগী নিয়ে অ্যাম্বুলেন্সটি গোদাগাড়ী থেকে রাজশাহী যাচ্ছিল। পথে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের এই ঘটনা ঘটে।