খুলনা জেলার তেরখাদা উপজেলার বিজয়নগর এলাকায় গৃহবধূ সাখিরণ বেগম ময়না (৪০) দুই বছর প্রবাস জীবন থেকে পাঠানো অর্থ শশুরবাড়ী ফিরে স্বামীর কাছে ফেরত চাওয়ায় পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে পুলিশি তদন্তে উঠে এসেছে। সে নড়াইলের কালিয়া উপজেলার হরিসপুর গ্রামের রহিম সরদারের ছেলে মো. আনিচ সরদারের স্ত্রী।
হত্যাকান্ডের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে এ পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে হত্যা মামলায় নড়াইলের কালিয়া উপজেলার হাড়িডাঙ্গা গ্রামের মৃত রহিম সরদারের ছেলে রনিচ সরদার (৪০) ও আকছের (৫৫) এবং আনিচ সরদারের দ্বিতীয় স্ত্রী আঙ্গুরা বেগমকে (৩০) গ্রেফতার করা হয়। এছাড়া অন্য তিনজনকে ১৫১ ধারায় গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, আসামিরা দুর্দান্ত প্রকৃতির। এদের বিরুদ্ধে বিভিন্ন এলাকায় নানাবিধ অপরাধ সংঘটিত করার অভিযোগ রয়েছে। হত্যার প্রধান আসামি নিহত ময়নার স্বামী আনিচ সরদারকে গ্রেফতারের চেষ্টা চলছে।