পলাশ (নরসিংদী) সংবাদদাতা : নরসিংদীর পলাশে আজ ২৮ মার্চ ২০২৫ ২৭ রমযান, ঘোড়াশাল পৌর এলাকার নতুন পাড়া গ্রামে ঐতিহাসিক সামাজিক সংগঠন হিলফুল ফুজুল নামে সম্পুর্ন নতুন ভাবে একটি সামাজিক সংগঠন এর পদযাত্রা শুরু হয়। এ উপলক্ষে আজ নতুন পাড়া গ্রামে প্রায় অর্ধ শতাধিক গরীব অসহায় ও এতিম বিধবাদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
সংগঠন এর আহবায়ক সাংবাদিক মোঃ মোবারক হোসেন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপহার সামগ্রী বিতরণ করেন , বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোড়াশাল পৌরসভার আমীর অধ্যাপক ইসমাইল খায়েরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা সংবাদ পএ এজেন্ট এসোসিয়েশন এর সভাপতি সাংবাদিক আজিজুল হক, সাংবাদিক ঝিনুক মিয়া সহ এলাকার গণ্য মান্য ব্যক্তি বর্গ এসময় উপস্থিত ছিলেন। ব্যক্তি বর্গ ও এলাকার সচেতন মহল এই সুন্দর ও মানবিক কাজের জন্য সংগঠনটির প্রসংশা করেন অনেকেই।