ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা : কুড়িগ্রামের ফুলবাড়ীতে কয়েক দিনে শীত ও ঠান্ডায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। এতে করে সাধারণ মানুষরা পড়েছেন বিপাকে। তা ছাড়াও ঠান্ডাজনিত কারণে বিভিন্ন রোগে ভুগছেন বয়স্ক ও শিশুরা। রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র বৃহস্পতিবার জানিয়েছেন জেলায় সর্বনিম্ন ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
এদিকে কয়েকদিনের ঠান্ডায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। রাত থেকে সকাল পর্যন্ত শীতল বাতাসে বাড়ছে কাঁপুনি। দিনের বেলায় সূর্যের আলো থাকলেও মিলছে না সেই কাঙ্খিত উষ্ণতা। ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। তবে শীত বস্ত্রের অভাবে বিশেষ করে চরাঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীরা চরম বিপাকে পড়েছে। উপজেলার কুরুষাফেরুষা এলাকার বীরেন্দ্র নাথ রায় জানান, শীতের তীব্রতায় সাধারণ মানুষের জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে। খেটে খাওয়া দিনমজুররা পড়েছেন বিপাকে। কষ্ঠে রয়েছে বয়স্ক ও শিশুরা।
ফুলবাড়ী সদর ইউনিয়নের চেয়ারম্যান হারুন-অর রশিদ জানান সরকারিভাবে এখনো কোন শীতবস্ত্র বরাদ্দ পাওয়া যায়নি। ঠান্ডা অনেক বেড়েছে। প্রতিদিন কম্বল নেয়ার জন্য বৃদ্ধ ও নারীরা অফিসে আসলেও দেওয়া সম্ভব হচ্ছে না।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিরাজউদ্দৌলা জানান, সরকারিভাবে শীতবস্ত্র¿ কেনার জন্য ৬লাখ টাকা বারাদ্দ পাওয়া গেছে। দ্রুত শীতবস্ত্র ক্রয় করে ইউনিয়ন পর্যায়ে বিতরণ করা হবে। কুড়িগ্রাম রাজারহাট আবহাওয়া ও কৃষি পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, (আজ )বৃহস্পতিবার সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১০দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। কুয়াশা পড়ার সাথে দিন দিন তাপমাত্রা কমে আসবে।