চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানার ২৪ নম্বর উত্তর আগ্রাবাদ ওয়ার্ডের শান্তিবাগ আবাসিক এলাকার সালাম ভ্যালী নিবাসী ক্যাপ্টেন আশরাফুল মান্নানের পিতা আবদুল মান্নান বুধবার বিকেল ৪ ঘটিকার সময় ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

জানাযা বুধবার বাদ এশা রাত ৯টায়, চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্স জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়।

জানাযায় নামাজের পূর্ব বক্তব্যে রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমীর পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম।

জানাযা নামাজের ইমামতি করেন, চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্স জামে মসজিদের খতীব হাফেজ মাওলানা মনসুরুল হক জিহাদি।

অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন কোতোয়ালী থানা সেক্রেটারী মোস্তাক আহমদ, ডবলমুরিং থানার শূরা ও কর্মপরিষদ সদস্য শহীদুল্লাহ ফারুকী, ২৭ নম্বর ওয়ার্ড সেক্রেটারী হায়দার আলী, এসিস্ট্যান্ট সেক্রেটারী কাজী মোরশেদ, শ্রমিক কল্যাণ চট্টগ্রাম মহানগরীর ফেডারেশন হোটেল রেষ্টুরেন্ট সেক্টর সভাপতি সাব্বির আহমেদ ওসমানী, ডবলমুরিং থানা সভাপতি আকরাম হোসাইন প্রমুখ। জানাযা শেষে পারিবারিক কবরস্থান তাঁকে দাফন করা হয়।

মরহুম আব্দুল হান্নানের ইন্তিকালে শোক জানিয়েছেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের ভারপ্রাপ্ত আমির, পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম এবং চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।

শোকবাণীতে নেতৃবৃন্দ মরহুমের জীবনের সকল নেক আমল কবুল করে তাকে জান্নাতবাসী করার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন এবং মরহুমের শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামীন তাদের এ শোক সহ্য করার তাওফিক দান করুন।