সিলেট নগরীর সাগরদীঘিরপাড় এলাকায় সাইবার মামলায় পরোয়ানাভুক্ত আসামীকে ধরতে গিয়ে ছুরিকাঘাতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তা খুরশেদ আলম আহত হয়েছেন। গত সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। আহত খুরশেদ আলম সিলেট সিআইডিতে উপপরিদর্শক (এসআই) পদে কর্মরত। তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাতেই তার অস্ত্রোপাচার করা হয়।