নোয়াখালী সংবাদদাতা: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নে ফুটবল খেলা দেখাকে কেন্দ্র করে গত শুক্রবার জামায়াতের কর্মী রাসেলের সাথে স্থানীয় সন্ত্রাসী মানিকের সাথে কথা কাটাকাটি হয়। ঘটনার দিন সন্ধ্যায় সন্ত্রাসী হাবিব ও মহসীনের নেতৃত্বে সন্ত্রাসীরা অস্ত্র মহড়া দেয় এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। শনিবার রাতে অস্ত্র নিয়ে জামায়াতের কর্মীদের ধরতে বাড়ি বাড়ি তল্লাশী চালায় তারা। গত রোববার সন্ধ্যায় বিষয়টি মিটমাটের জন্য স্থানীয় লোকজন মধ্যস্থতায় বসলে যুবদলের কর্মী হাবিব ও ছাত্রদলের কর্মী মহসীনের নেতৃত্বে হাবীব, লেদু, সোহেল, ফয়সাল, আশরাফ, হাসেম, মেরাজ এবং মানিক জামায়াত কর্মীদের উপর বন্দুক দিয়ে হামলা চালায়। এতে জামায়াতের কর্মী সজীব (২০) এবং তুষার (২১) গুলিবিদ্ধ হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, হাবিব তাদের উপর এলোপাতাড়ি গুলি করে। আহতদের উদ্ধার করে স্থানীয় লোকজন নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায় এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা এবং এলাকাবাসীর মাঝে আতঙ্ক বিরাজ করছে।

জামায়াতে ইসলামী নেতৃবৃন্দের বিবৃত

নোয়াখালী জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন ও বেগম গনজ উপজেলার আমীর মাওলানা আবু জায়েদ উক্ত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি প্রদান করেন, নেতৃবৃন্দ অবিলম্বে অস্ত্র বাজদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান।