দোয়ারাবাজার (সুনামগঞ্জ) সংবাদদাতা : সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের সোনাপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে নিহত কবির উদ্দিন হত্যা মামলার চার আসামীকে গ্রেফতার করেছে পুলিশ ও র্যাব। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ জাহিদুল হক ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মিজানুর রহমান জানান, মামলার ২নং আসামী তাজ উদ্দিন (৫৬), পিতা মৃত সিকন্দর আলীকে সিলেট থেকে গ্রেফতার করা হয়। এছাড়া র্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার আরও তিন আসামী—গেদা মিয়া (৫০), পিতা মৃত সিকন্দর আলী; আলী হোসেন (৪৪), পিতা আফিজ আলী; এবং সুজন মিয়া, পিতা ফরজ আলীকে সুনামগঞ্জ থেকে গ্রেফতার করে এবং পরে দোয়ারাবাজার থানা পুলিশের কাছে হস্তান্তর করে।