পঞ্চগড় সংবাদদাতা: পঞ্চগড়ে একটি পুকুরে বিষ প্রয়োগ করে ছোট বড় সব মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা।

এতে প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন মৎস্য চাষী গোলাম মোস্তফা। সম্প্রতি পঞ্চগড় জেলার বোদা উপজেলার বেংহারী ইউনিয়নের গড়ের ডাঙ্গা পাম্পের পাড়া এলাকায় ঘটনাটি ঘটে। ক্ষতিগ্রস্ত মৎস্যচাষী ও স্থানীয়রা জানায়, গোলাম মোস্তফা তার বাড়ির পাশে ১৭ শত জমিতে পুকুর করে মাছ চাষ শুরু করেন।

সম্প্রতি কোনো এক সময় দুর্বৃত্তরা পুকুরটিতে বিষ প্রয়োগ করে। সকাল থেকেই পুকুরের সমস্ত মাছ মরে ভেসে ওঠে।

খবর পেয়ে মৎস্য চাষি গোলাম মোস্তফা পুকুরে গিয়ে সব মাছ মরে ভেসে ওঠা দেখে চিৎকার করলে এলাকাবাসীরা ছুটে আসে। পুকুরে সমস্ত মরা মাছ ভেসে উঠা দেখতে পায়।

এ ঘটনায় বোদা থানায় একটি অভিযোগ দায়ে করা হয়েছে।

মৎস্য চাষী গোলাম মোস্তফা কান্নারত কন্ঠে জানান, কিছুদিন আগেই পুকুরে পোনা মাছ ছেড়েছি। কিছু দুস্কৃতিকারি লোকের সাথে বালুর রাস্তা নিয়ে দ্বন্দ্ব হয়।আমার পুকুরের পাশ দিয়ে রাস্তা করে। সরকারী পাকা রাস্তা বাদ দিয়ে তারা জমির সাইট দিয়ে রাস্তা করে। এবং আমাদের পরিবারের কোন বালুর ট্রাক ঢুকতে দিবে না। এই বিরোধ ধরে প্রতিহিংসামূলক পুকুরে বিষ দিয়ে সব মাছ মেরে ফেলেছে। এতে আমার প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। প্রশাসনকে জানিয়েছি এবং সুষ্ঠু বিচারের দাবি জানান।