বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান আগামী ৩০ ও ৩১ জানুয়ারি কুমিল্লা, ফেনী ও লক্ষ্মীপুরে ১১ দলীয় জোট প্রার্থীদের পক্ষে জনসংযোগ ও প্রচারণার জন্য আয়োজিত ছয়টি নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন।
কুমিল্লা অফিস : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী মূল্যবোধ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে ১১ দলীয় জোট প্রার্থীদের পক্ষে গণসংযোগ ও প্রচারণা জোরদার করতে আগামী ৩০ ও ৩১ জানুয়ারি দুই দিনের সফরে কুমিল্লা আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। সফরকালে তিনি জেলার বিভিন্ন স্থানে চারটি গুরুত্বপূর্ণ নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।
গতকাল বুধবার দুপুরে কুমিল্লা নগরীর একটি রেস্টুরেন্টে প্রেসব্রিফিংয়ে এ তথ্য জানান কুমিল্লা মহানগর জামায়াতের আমীর ও কুমিল্লা-৬ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ।
তিনি বলেন, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ৩১ জানুয়ারি জামায়াত আমীরের কুমিল্লা সফর শুরু হওয়ার কথা থাকলেও ওইদিন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা থাকায় জনদুর্ভোগ এড়াতে সফরের সূচি একদিন এগিয়ে আনা হয়েছে। ফলে ডা. শফিকুর রহমান ৩০ জানুয়ারি সন্ধ্যায় কুমিল্লায় পৌঁছাবেন।
সফরসূচি অনুযায়ী, শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল ৩টায় তিনি কুমিল্লার লাকসাম উপজেলায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন। পরে সন্ধ্যায় কুমিল্লা টাউন হল মাঠে বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
শনিবার (৩১ জানুয়ারি) সকাল ৯টায় জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নির্বাচনী আসন কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম পাইলট স্কুল মাঠে এবং বিকেল দাউদকান্দি উপজেলায় নির্বাচনী জনসভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখবেন।
প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান, উত্তর জেলা আমীর অধ্যাপক আব্দুল মতিন, কুমিল্লা মহানগর নায়েবে আমীর মো. মোছলেহ উদ্দিন, মহানগর জামায়াতের সেক্রেটারি মো. মাহবুবুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিস কুমিল্লা মহানগর সভাপতি মাওলানা সুলাইমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সহ-সভাপতি মজিবুর রহমান ভুঁইয়া, মহানগর সহকারী সেক্রেটারি কামরুজ্জামান সোহেল, কাউন্সিলর মোশারফ হোসাইনা মাওলানা আমীর হোসেন ফরায়েজী, অধ্যাপক মজিবুর রহমান ভিপি, শিবির মহানগরীর সেক্রেটারি নাজমুল হাসান পঞ্চায়েতসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। প্রেসব্রিফিংয়ে কুমিল্লার বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
ফেনী সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান আগামীকাল শুক্রবার ফেনী আসছেন। ওই দিন সকাল ৮টায় ফেনী সরকারি পাইলট হাই স্কুল মাঠে তিনি ১১ দলীয় জোটের এক বিরাট নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন।
এছাড়া ওই জনসভায় ডাকসু ভিপি সাদিক কায়েম, এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ, চাকসু ভিপি ইব্রাহীম হোসেন রনির বক্তব্য দেওয়ার কথা রয়েছে বলে দলীয় একটি সূত্র এ প্রতিনিধিকে জানান।
সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, সংসদ নির্বাচন সামনে রেখে এই জনসভায় ১১ দলীয় জোটের ফেনী-১ আসনের জামায়াত প্রার্থী অ্যাডভোকেট এস এম কামাল উদ্দিন, ফেনী-২ আসনের এবি পার্টির প্রার্থী মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু, ফেনী-৩ আসনের জামায়াত প্রার্থী ডা. ফখরুদ্দিন মানিকের পক্ষে নেতাকর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করাসহ গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে থাকার জন্য সবার প্রতি আহ্বান জানানো হবে।
এতে আরও বক্তব্য দিবেন এই জোটের শরিক অন্যান্য দলের জেলা এবং বিভিন্ন পর্যায়ের নেতারা। জামায়াত আমীরের এই সফর ঘিরে ১১ দলীয় জোটের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে । চলছে সাজসাজ রব। সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।
সমাবেশকে সামনে রেখে আজ বৃহস্পতিবার দুপুরে ফেনীর ফুড গার্ডেন রেস্তোরাঁয় জেলার সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
প্রসঙ্গত, জামায়াত আমীর ডা. শফিকুর রহমান সর্বশেষ গত বছরের ৩ ফেব্রুয়ারি ফেনী এসেছিলেন। ওই সফরে ২০২৪-এর স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত পরশুরামে ভারত সীমান্তবর্তী বল্লামুখার বাঁধ পরিদর্শন, জুলাই অভ্যুত্থানে নিহত ফুলগাজীর ইশতিয়াক আহম্মদ শ্রাবণের কবর জিয়ারত, চিথলিয়া ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত কয়েকটি পরিবারকে নতুন ঘর উপহার এবং শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে ১২ জুলাই শহিদ ও সাড়ে তিনশত আহত পরিবারের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন।
লক্ষ্মীপুর জেলা সংবাদদাতা : নির্বাচনী জনসভায় অংশ নিতে শুক্রবার (৩০ জানুয়ারি) লক্ষ্মীপুর যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। গতকাল বুধবার দুপুরে লক্ষ্মীপুর জেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের এ তথ্য জানায় জেলা জামায়াত।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী শুক্রবার দুপুর ২টায় লক্ষ্মীপুর শহরের আদর্শ সামাদ সরকারী হাই স্কুল মাঠে জনসভাটি অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জননন্দিত জননেতা ডাক্তার শফিকুর রহমান। জনসভায় সভাপতিত্ব করবেন জেলা জামায়াতের আমীর মাষ্টার রুহুল আমিন ভূঁইয়া। আরো উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি সাদেক কায়েম সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
জামায়াত নেতারা জানান, জনসভায় দুই লাখ নেতাকর্মী ও সমর্থকের সমাগম হবে। সেখানে জামায়াতের আমীর ১১ দলীয় জোটের প্রার্থীদের নিয়ে কথা বলবেন। পাশাপাশি লক্ষ্মীপুরের মানুষের সমস্যা, মানবতার কল্যাণ, ছাত্রসমাজ ও শ্রমজীবী মানুষের অধিকার নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। এতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাছুম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি আতিকুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভিপি সাদিক কায়েমসহ জামায়াত ও ১১ দলীয় জোটের কেন্দ্রীয় নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে।
সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের ১১ দলীয় জোটের প্রার্থী মুহাম্মদ রেজাউল করিম, জেলা জামায়াতের আমীর ও লক্ষ্মীপুর-২ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী মাস্টার রুহুল আমীন ভূঁইয়া সাবেক জেলা সেক্রেটারি ফারুক হোসেন নুরনবী, সহ সেক্রেটারি মাওলানা নাসির উদ্দিন মাহমুদধ ও এডভোকেট মহসিন কবির মুরাদ, শহর আমীর এডভোকেট আবুল ফারাহ নিশান ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মমিন উল্লাহ পাটোয়ারী সহ স্থানীয় নেতৃবৃন্দ।