DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

গ্রাম-গঞ্জ-শহর

বিভিন্ন স্থানে বিক্ষোভ-সমাবেশ

ধর্ষণ ও নারী-শিশুর প্রতি সহিংসতার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলুন

দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ ও অনলাইন হয়রানির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ঢাকা জেলা উত্তর ও সাভার সরকারী কলেজ ছাত্রদল।

Printed Edition
Untitled-1
শিশু ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

সাভার সংবাদদাতা : দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ ও অনলাইন হয়রানির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ঢাকা জেলা উত্তর ও সাভার সরকারী কলেজ ছাত্রদল। সোমবার দুপুরে সাভার সরকারি কলেজের ছাত্রদলের নেতাকর্মীদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরাও অংশ নেন।

বিক্ষোভ মিছিলটি সাভার সরকারী কলেজের সামনে থেকে শুরু হয়ে থানা রোডের মুক্তির মোড় এলাকায় এসে সংক্ষিপ্ত সমাবেশ ও মানববন্ধনের মধ্য দিয়ে শেষ করা হয় ।

দাউদকান্দি

উপজেলায় দাউদকান্দি পৌরসভা সদর বাজারে দাউদকান্দি সাধারণ ছাত্র জনতার ব্যানারে এ র‌্যালি অনুষ্ঠিত হয়। দাউদকান্দি উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সার্বিক সহযোগিতায় উক্ত র‌্যালিতে বিভিন্ন স্কুল ও কলেজ থেকে প্রায় তিন শতাধিক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে।

র‌্যালিতে ছয় বছরের শিশু আছিয়াকে ধর্ষণের তীব্র নিন্দা জানানো হয়। সারাদেশে খুন, ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে এবং ধর্ষকদের অতি দ্রুত শাস্তির দাবি জানানো হয়। এছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীকে সোচ্চার হওয়ার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

র‌্যালি শেষে বক্তব্য প্রদান করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাউদকান্দি উপজেলা আহ্বায়ক আতিকুল ইসলাম শান্ত, মোল্লা সিয়াম, ইসমাইল কাজী, ফয়সাল শিকদারসহ আরো অনেকে।

গাইবান্ধা

মাগুরায় চাঞ্চল্যকর ৮ বছরের শিশু ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে গত রোববার গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা গাইবান্ধা সরকারি কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে সংলগ্ন কলেজ রোডে গিয়ে এক মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধন চলাকালে সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে বক্তব্য দেন রুবান হাসান রিয়াদ, মেজবাহুল হক, উম্মে জাহান অনন্যা, মোজাহিদ হোসেন প্রমুখ। বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে সারাদেশে নারী নির্যাতন, ধর্ষণ, হত্যার ঘটনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। কিশোরী তরুণী গৃহবধু শিক্ষার্থী শুধু নয়, এসব নরপিশাচদের হাত থেকে নিষ্পাপ শিশুরাও রক্ষা পাচ্ছে না। ধর্ষিত ওই শিশু এখন মৃত্যু যন্ত্রণায় ভুগছে।

পঞ্চগড়

দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে পঞ্চগড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পঞ্চগড় মকবুলার রহমান সরকারী কলেজ ক্যাম্পাসে জাতীয়তাবাদী ছাত্রদল পঞ্চগড় মকবুলার রহমান সরকারী কলেজ শাখা ঘণ্টাব্যাপী মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে ছাত্রদলের নেতা-কর্মীরা অংশ নেয়।

এসময় পঞ্চগড় জেলা ছাত্রদলের সভাপতি তারেকুজ্জামান তারেক, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপান, কলেজ শাখার নেতা-কর্মীরা বক্তব্য রাখেন।

বক্তারা অবিলম্বে ধর্ষকদের গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের দাবী জানান।

বোদা (পঞ্চগড়)

শিশু আছিয়ার ধর্ষণ ও সারাদেশব্যাপী নারী ও শিশুর প্রতি সহিংসতার বিরুদ্ধে পঞ্চগড়ের বোদা উপজেলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার বোদা-পঞ্চগড় মহাসড়কে ঘণ্টাব্যাপি এ প্রতিবাদ কর্মসূচী পালন করে স্থানীয় স্থানীয় যুব ফোরাম। এসময় স্থানীয় সচেতন নাগরিকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

সরিষাবাড়ী

নারীদের প্রতি সহিংসতা, নিপীড়ন ও ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে জামালপুরের সরিষাবাড়ীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ মার্চ) সকালে সরিষাবাড়ী অনার্স কলেজের প্রধান ফটকে উপজেলা ছাত্রদলের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খায়রুল ইসলাম বিদ্যুৎ।

শিবগঞ্জ

সারা দেশে সংঘটিত ধর্ষণের প্রতিবাদে ও ধর্ষকদের কঠোর শাস্তির দাবিতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন সচেতন শিক্ষার্থীরা। সোমবার দুপুরে শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুলের মূল ফটকের সামনে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে গিয়ে প্রতিবাদ সভায় মিলিত হয়।