বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন-এর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাঁদপুর-১ (কচুয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুহাদ্দিস আবু নছর আশরাফীর পিতা কুমিল্লা জেলার ঐতিহ্যবাহী দীনি শিক্ষা প্রতিষ্ঠান ধামতী ইসলামিয়া কামিল মাদরাসার সাবেক শাইখুল হাদীস মাওলানা ফজলুল করিম ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ৫ পুত্র ও ২ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন। গতকাল শুক্রবার বেলা ২:৩০টায় আশরাফপুর গ্রামের নিজ বাড়ীতে জানাযা শেষে তাঁকে দাফন করা হয়েছে।

এদিকে মুহাদ্দিস আবু নাসের আশরাফীর পিতা শাইখুল হাদীস মাওলানা ফজলুল করিম এর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বাণী দিয়েছেন। শোকবাণীতে তিনি বলেন, শাইখুল হাদীস মাওলানা ফজলুল করিম ছিলেন দেশখ্যাত একজন বিজ্ঞ আলেম। একজন আদর্শ পিতা হিসেবে তার সন্তানদেরকে তিনি সুশিক্ষায় শিক্ষিত করে তুলেছিলেন। তিনি দীর্ঘ সময়ের শিক্ষকতার জীবনে বহু যোগ্য আলেম, মুহাদ্দিস ও মুফাসসির তৈরি করতে সক্ষম হয়েছেন। শিক্ষকতার জীবনে তিনি ইসলামী ছাত্র আন্দোলনের অভিভাবকতুল্য ভূমিকা পালন করেছেন। ইকামতে দ্বীন, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা এবং আলেম-উলামাদের মধ্যে ঐক্য স্থাপনে সচেষ্ট ছিলেন।

তিনি আরও বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাঁকে ক্ষমা ও রহম করুন এবং তাঁর কবরকে প্রশস্ত করুন। তাঁর গুনাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তাঁর জন্য সহজ, আরামদায়ক ও কল্যাণময় করে দিন। আল্লাহ রাব্বুল আলামীন তাঁকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তাঁর শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন প্রেস বিজ্ঞপ্তি।