মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার সহধর্মিণী এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা প্রফেসর ড. শাহিদা রফিককে মঙ্গলবার বিকেলে কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীরামপুর নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
দাফনের পূর্বে বাদ জোহর স্থানীয় কেন্দ্রীয় ঈদগাঁহ মাঠে নিহতের চতুর্থ জানাযা অনুষ্ঠিত হয়। জানাযার পূর্বে মায়ের মাগফেরাত কামনায় দোয়া চেয়ে বক্তব্য রাখেন নিহতের ছেলে ড. মাশরুর রফিক মিয়া সাদ ও ড. শাহরুর রফিক মিয়া রাদ।
অনুষ্ঠানে শিক্ষানুরাগী গোলাম কিবরিয়া সরকার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক এডভোকেট ওবায়দুল হক সিদ্দিকী, কেন্দ্রীয় সমন্বয়ক মোহাম্মদ ইবরাহিম, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত রবিবার সকালে ঢাকার একটি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান প্রফেসর ড. শাহিদা রফিক। প্রেস বিজ্ঞপ্তি।