খুলনা জেলার পাইকগাছা উপজেলার হিতামপুর মৌজাস্থ কপোতাক্ষ নদের ওয়াপদার বাঁধ খুবই ঝুঁকিপূর্ণ। আবারও যেকোন সময় ভেঙ্গে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন এলাকাবাসীর। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জানা যায়, উপজেলার হিতামপুর মৌজাস্থ চরেরবিল নামক স্থানে কপোতাক্ষ নদের ওয়াপদার বাঁধ বার বার ভেঙ্গে নদের গর্ভে বিলীন হচ্ছে। পরিবর্তন হচ্ছে স্থান। সম্প্রতি ভাঙনে ১৭০ মিটার ওয়াপদাহ বাপক ক্ষতিগ্রস্ত হলে উক্ত বাঁধ নির্মাণে ৫৮ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। কাজ চলমান অবস্থায় আবারও সেটা ধ্বসে পড়ছে। মঙ্গলবার দুপুরের মেরামতাধীন বাঁধ ভেঙে যায়। যাতে এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়ে। বিষয়টি কর্তৃপক্ষকে তাৎক্ষণিকভাবে অবহিত করা হলে উপ বিভাগীয় সহকারী প্রকৌশলী এস এম রিফাত বিন রফিক (এসডিও) বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন।
স্থানীয় চরের বিলের জমির মালিক ও ঘের ব্যবসায়ী তৈয়েবুর রহমান বলেন, এক বছর আগে প্রচন্ড ভাঙনে চরের বিল সম্পূর্ণ প্লাবিত হয়ে ১৬শ’ বিঘা জমির মাছ ও ধানের ব্যাপক ক্ষতি হয়েছিল। পরবর্তীতে বিকল্প বাঁধ নির্মাণ করে সে অবস্থার উত্তোরণ করা হয় সরকারি ও স্থানীয়দের সমন্বয়ে। আবারও সে অবস্থার সম্ভাবনা দেখা দিয়েছে।
ঘের মালিক মিনারুল ইসলাম জানান, আমার কয়েকটা চিংড়ি ঘের রয়েছে। এছাড়া ১৬শ’ বিঘা জমিতে অনেকে চিংড়ি চাষ করছেন। কিছুদিন পর ধান রোপণ করা হবে। এই অস্থায় দ্রুততম সময়ে ওয়াপদার বাঁধ মজবুত করা না গেলে কৃষকরা ধান ও মাছ চাষে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
এ ব্যাপারে পাউবি’র উপ-বিভাগীয় প্রকৌশলী এস এম রিফাত বিন রফিক বলেন, সরজমিনে দেখে গেলাম। পানির চাপ প্রচন্ড। এ জন্য ভাঙ্গন যেনতেন ভাবে রোধ করা যাবে না। নিতে হবে নতুন ব্যবস্থা। উর্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।