নেত্রকোনা সদর উপজেলার মৌগাতী ইউনিয়নের ঝামাটি গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গতকাল শনিবার রাতে পাল্টাপাল্টি হামলায় সাবেক ইউপি মেম্বার ও স্থানীয় ওয়ার্ড বিএনপি নেতাসহ দুইজন নিহত হয়েছেন। ওইদিন রাতেই পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠায়। নেত্রকোনা সদর থানার ওসি কাজী শাহ্ নেওয়াজ রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেন।
নিহতরা হলেন- ঝামাটি গ্রামের মইজ উদ্দিনের ছেলে- দুজাহান মিয়া (৪৮) ও একই গ্রামের আবদুল কাদেরের ছেলে- নূর মোহাম্মদ (৩০)। ঘটনাটি শনিবার রাতে ঝামাটি গ্রামে এ ঘটনা ঘটেছে। এ সময় আহত হয়েছে আশরাফ মিয়া।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নেত্রকোনা সদর উপজেলার মৌগাতী ইউনিয়নের ঝামাটি গ্রামের সাবেক ইউপি মেম্বার ও স্থানীয় ওয়ার্ড বিএনপি নেতা দুজাহান মিয়ার কাছ থেকে একই গ্রামের আমজাদ গত প্রায় দুই বছর আগে জমি বিক্রির কথা বলে ৫ লাখ টাকা নেয় । এ নিয়ে আমজাদের সাথে বেশ কিছুদিন ধরে দুজাহানের বিরোধ চলছিল। এরই জের ধরে শনিবার রাতে নেত্রকোনা জেলা বিএনপির সম্মেলন থেকে বাড়ি ফেরার পথে গ্রামের রাস্তায় দুর্বৃত্তরা ধারালো দা দিয়ে দুজাহানকে এলোপাথারী জখম করে কুপিয়ে রাস্তায় ফেলে রেখে চলে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে রাতেই নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও নেত্রকোনা সদর হাসপাতাল পরিদর্শণ করে এবং লাশের ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়। আহত আশরাফ মিয়াকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে চলে যাওয়ার পর একইদিন রাত ১০টার দিকে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে টেটার (কাতরা) আঘাতে আমজাদের পক্ষের নূর মোহামামদ টেটাবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নেত্রকোনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহ্ নেওয়াজ বলেন, দুই গ্রামবাসীর মধ্যে বিরোধের জেরে পাল্টাপাল্টি হামলায় উভয়পক্ষের দুইজন নিহত হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় কোন পক্ষই অভিযোগ করেনি।