নাটোর সংবাদদাতা : নাটোর সদর উপজেলার এডিপির অর্থায়নে স্কাউট কার্যক্রম বেগবান করার জন্য ৪৫টি মাধ্যমিক বিদ্যালয়ে ড্রামসেট ও ফাস্ট এইড বক্স বিতরণ করা হয়েছে।

সম্প্রতি শহরের নাটোর মহারাজা জেএন স্কুল এন্ড কলেজ চত্বরে সদর উপজেলার এডিপি অর্থায়নে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন উক্ত উপকরণগুলো বিতরণ করেন ।

এর মধ্যে ১৫টি মাধ্যমিক বিদ্যালয়ে ড্রাম সেট এবং অন্য ৩০টি মাধ্যমিক বিদ্যালয়ে ফার্স্ট এইড বক্স প্রদান করা হয়। নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জান্নাত আরা ফেরদৌস, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজনীন সুলতানা প্রমুখ।

প্রধান অতিথি ও নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন বলেন, বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষ্যে এবং স্কাউট কার্যক্রম বেগবান করার জন্য এসব ড্রামসেট ও ফাস্ট এইড বক্স বিতরণ করা হয়।