খুলনা জেলার ফুলতলা থানাধীন পয়গ্রাম এলাকা থেকে একটি দেশি তৈরি পিস্তল, একটি পাইপগান ও ৫ রাউন্ড বন্দুকের কার্তুজ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

খুলনা জেলা গোয়েন্দা পুলিশের ওসি মুক্ত রায় চৌধুরী বলেন, সম্প্রতি গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি উপজেলার পয়গ্রামের বাসিন্দা হাসানুর ফকিরের বাড়ির বাইরে ফাকাস্থানে একটি ব্যাগের মধ্যে অস্ত্র এবং গোলাবারুদ রয়েছে। এমন সংবাদের ভিত্তিতে আমরা সেখানে অভিযান চালাই। ব্যাগের মধ্য থেকে একটি উন্নত মানের পিস্তল, দেশী তৈরি পাইপগান এবং ৫ রাউন্ড গুলী উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। আশপাশের লোকজন এ ব্যাপারে কিছু বলতে পারেনি।

সোনারগাঁও : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সাবেক ইউপি সদস্যসহ ৬ ডাকাতকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ একটি দল। এসময় তাদের কাছ থেকে চাপাতি, চাইনিজ কুড়াল, ছুরি, সুইচ গিয়ার, দাসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

সিদ্ধিরগঞ্জের আদমজীতে র‌্যাব-১১ কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন এ তথ্য জানিয়েছেন। এর আগে গত রোববার দিবাগত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি ও ছিনতাই রোধকল্পে সোনারগাঁয়ের পাঁচকানির কান্দি এলাকা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ঝিনাইদহ : সদর উপজেলার উত্তর নারায়ণপুর মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক সোহেল রানার অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি বিদ্যালয়ের অফিস কক্ষের সামনে সাবেক ও বর্তমান শিক্ষার্থী, স্থানীয় সুশীল সমাজ ও অভিভাবকরা অংশ নেন।

অভিযোগ অনুযায়ী, সোমবার সকালে সিনিয়র সহকারী শিক্ষক আব্দুল লতিফ হোসেন অতিথিদের সঙ্গে কথা বলায় ক্লাসে যেতে কিছুটা দেরি হয়। এ সময় সহকারী প্রধান শিক্ষক সোহেল রানা অশোভন ভাষায় কথা বললে লতিফ হোসেন প্রতিবাদ জানান। একপর্যায়ে তিনি একাধিকবার ধাক্কা দিলে লতিফ হোসেন পড়ে গিয়ে আহত হন।

চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় এক অজ্ঞাত বৃদ্ধের উদ্ধার করেছে পুলিশ। (১২ আগস্ট) সম্প্রতি উপজেলার কমলাপুর মোড় থেকে এ লাশটি উদ্ধার করা হয়। তাৎক্ষণিক মৃতব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় কয়েকজন জানান, মানসিক ভারসাম্যহীন এই বৃদ্ধ লোকটিকে এলাকায় বেশ কিছুদিন ধরে ঘুরে বেড়াতে দেখেছেন। রোববার দুপুরে কমলাপুর মোড়ে সেলিম হোসেনের পরিত্যাক্ত চায়ের দোকানের পাশে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় তারা। খবর পেয়ে চৌগাছা থানার পুলিশ লাশটি উদ্ধার করে।

চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন বলেন, কিভাবে মারা গেছে এখন কিছু বলা যাচ্ছে না। অজ্ঞাত লাশটির ঠিকানা শনাক্তের চেষ্টা চলছে।

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা : পাঠ বুঝতে না পারায়। শিক্ষক পরিবর্তনের দাবি করায়। সপ্তম শ্রেণির ৪ ছাত্রীকে বেত্রাঘাতে আহত করার ঘটনার খবর সংগ্রহ হয়ে গেলে কয়েকজন সাংবাদিক কে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করা হয়েছে।

এ ঘটনায় ৪ শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (১২ আগস্ট) বিকেলে উপজেলার জনতা উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। খবর পেয়ে গণমাধ্যম কর্মীরা এ ঘটনার খোঁজ নিতে গেলে শিক্ষকদের উস্কানিতে সাংবাদিকদের উপর হামলা করে কিছু শিক্ষার্থী। তারা হাতুড়ি ও লাঠি দিয়ে পিটিয়ে কয়েকজন সাংবাদিককে গুরুতর আহত করে। আহতরা হলো রুপালী বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি রাকিবুল ইসলাম, একাত্তর টিভির ফটোগ্রাফার হাফিজুর রহমান, প্রাইম টিভির সাকের আহমেদ, অভিভাবক ওমেদ আলী। এদিকে শিক্ষকের বেত্রাঘাতে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন তাসনিম, কেয়া, তাবাসসুম, মীমসহ কয়েকজন।

সৈয়দপুর (নীলফামারী) : নীলফামারীর সৈয়দপুরে রেলওয়ের কোয়াটার থেকে অজ্ঞাত পরিচয় এক মধ্য বয়সী মহিলার অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। শহরের মুন্সিপাড়া রেলওয়ে কলোনীর দর্জিপট্টি রোডে এ ঘটনা ঘটেছে। সম্প্রতি টায় সৈয়দপুর থানা পুলিশ তালা ভেঙে লাশটি উদ্ধার করে।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ ফইম উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে ময়না তদন্তের জন্য নীলফামারী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। পোস্ট মর্টেম রিপোর্ট আসলেই বোঝা যাবে এটা হত্যা-আত্মহত্যা বা স্বাভাবিক মৃত্যু কিনা। সে অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেয়া হবে। নিহতের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।

আশাশুনি (সাতক্ষীরা): আশাশুনি উপজেলার বুধহাটায় আইন শৃংখলা রক্ষায় বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ আগস্ট) বিকাল সাড়ে ৫ টায় বুধহাটা করিম সুপার মার্কেট চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের আয়োজনে সমাবেশে প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন-আশাশুনি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আব্দুল ওয়াদুদ। বুধহাটা তদন্ত কেন্দ্রের সদ্য বিদায়ী আইসি তুষার কান্তি মাহাতোর সভাপতিত্বে ও ফারুক হোসেন লেলিনের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, নবাগত আইসি আঃ রহিম,সাতক্ষীরা জজ কোর্টের এপিপি,সাবেক ভাই চেয়ারম্যান জামায়াত নেতা এড.শহিদুল ইসলাম,সাবেক ইউপি চেয়ারম্যান আঃ হান্নান,বিএনপি নেতা খোরশেদ আলম,কুল্যা ইউনিয়ন জামায়াতের আমির মাওঃ ইউসুফ, জামায়াত নেতা ইউপি সদস্য শীষ মোহাম্মদ জেরী,বিএনপির রফিকুল ইসলাম বকুল,হাফেজ আছাফুর রহমান প্রমুখ।

হরিণাকুণ্ডু : ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার তাহেরহুদা ইউনিয়নের আন্দুলিয়া গ্রামে আমগাছের ডালে ঝুলন্ত অবস্থায় ফিরোজ হোসেন (৩২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়রা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

রামগতি (লক্ষ্মীপুর): লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরপোড়াগাছা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ৭ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মোঃ নাজিম উদ্দিনকে মারধর করে পুলিশে সোপর্দ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। সোমবার (১১ আগস্ট) গভীর রাতে উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নের নতুন রাস্তার মাথা এ ঘটনা ঘটে।

টেকনাফ (কক্সাজার) : কক্সাজারের টেকনাফে ছোট বোনের জামাইয়ের হাতে সম্বন্ধী খুন হয়েছে। ঘাতক আব্দুল্লাহ টেকনাফ উপজেলার হ্নীলা ইউপির উলুচামরী এলাকার আব্দুস শুক্কুরের ছেলে। ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে। উপজেলার হ্নীলা ইউপির পূর্ব পানখালীতে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত নুরুল আলম ওই এলাকার নুরুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, দাম্পত্য কলহের জেরে ঘাতক আব্দুল্লাহ এর স্ত্রী বাপের বাড়িতে অবস্থান করছিল। এতে উভয়ের মধ্যে সম্পর্কের দূরত্ব আরও বাড়তে থাকে।

সোমবার রাতে ঘাতক আব্দুল্লাহ শ্বশুর বাড়িতে স্ত্রীকে আনতে গেলে শ্বশুর অভিভাবক ছাড়া মেয়ে দিবেনা বলে সাফ জানিয়ে দেয়। এনিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে ঘাতক আব্দুল্লাহ শ্বশুরকে ছুরিকাঘাত করতে উদ্যত হলে স্ত্রীর বড় ভাই নুরুল আলম এগিয়ে আসলে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তাৎক্ষণিক আহত আব্দুল্লাহকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।