ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এফডিইবি)-এর ভারপ্রাপ্ত কেন্দ্রীয় সভাপতি প্রকৌ. আব্দুছ ছাত্তার শাহ এবং সাধারণ সম্পাদক প্রকৌ. জয়নুল আবেদীন এক যৌথ বিবৃতিতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)’র গত শনিবার মতবিনিময় সভায় ডিপ্লোমা প্রকৌশলীদের পেশাগত মর্যাদা ও কাঠামোগত অবস্থানকে খাটো করে বক্তব্য প্রদানের জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বিবৃতিতে উল্লেখ করেন, ৩১/০৭/১৯৭৮ ইং তারিখের সরকারি আদেশে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সর্বক্ষেত্রে একই পদবী উপ-সহকারী প্রকৌশলী এবং ১৯/১১/১৯৯৪ ইং তারিখে পদোন্নতি ও ২য় শ্রেণির পদমর্যাদা প্রদান এবং বেতন স্কেল ১০ম গ্রেডে সরকার নির্ধারণ করে।