বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মোহাম্মদ মা’ছুম বলেছেন, জামায়াতে ইসলামী সাধারণ মানুষদের মাঝে আশা জাগিয়েছে। এদেশের মানুষের প্রত্যাশা ছিলো সংস্কারের মাধ্যমে দেশ এগিয়ে নিয়ে যাবে। বাংলাদেশ সব দলের অংশগ্রহণে একটি অবাধ সুষ্ঠ নির্বাচন হবে। কিন্তু দৃশ্যমান সংস্কার এখনো হয়নি। সংস্কার না হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। আগে নির্বাচনের লেভেলপ্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে।
৫ই আগষ্ট গণঅভ্যুত্থান পরবর্তী যে ঐক্য গড়ে উঠেছে সেই ঐক্য আমরা ধরে রাখতে চাই। আমরা যদি কোরআন ও সুন্নাহর ভিত্তিতে দেশ গড়তে পারি তাহলে সমাজের নিরাপত্তা তৈরি হবে। জামায়াত ইসলামী এই দেশের মানুষের খাদেম হয়ে থাকতে চায়। দেশ পরিচালনায় আমাদেরকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
গতকাল বৃহস্পতিবার বিকাল ৫টায় নগরীর ফারুকী হাউজস্থ জামায়াত কার্যালয় কুমিল্লা মহানগরীর জামায়াতে মজলিশে শূরা অধিবেশনে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন। কুমিল্লা মহানগরী আমীর কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে মহানগর জামায়াত সেক্রেটারি মু. মাহবুবুর রহমান এর পরিচালনা এসময় আরো উপস্থিত ছিলেন মহানগর নায়েবে আমীর মোসলেহ উদ্দিন, সহকারী সেক্রেটারি কামারুজ্জামান সোহেল, মোশাররফ হোসেন, এড নাছির আমমেদ মোল্লা প্রমুখ।