কক্সবাজারের উখিয়া সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত তীব্র গোলাগুলির শব্দ শোনা গেছে।
স্থানীয়রা জানান, গোলাগুলি রাত ১১টার পর শুরু হয়ে থেমে থেমে ভোর ২টা পর্যন্ত চলেছে। এই ঘটনার কারণে সীমান্তবর্তী এলাকার মানুষ আতঙ্কে রাত কাটিয়েছেন।
উখিয়া ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা ইয়াস নামের এক যুবক মিয়ানমার থেকে আসা গুলিতে আহত হয়েছেন।
স্থানীয়রা বলেন, থাইংখালী, ধামনখালী এবং রহমতেরবিল জিরো পয়েন্টসহ সীমান্তবর্তী এলাকায় নারী, পুরুষ ও শিশু আতঙ্কে ঘর থেকে বের হননি।
স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, গোলাগুলির ঘটনায় মিয়ানমারের রাখাইন রাজ্যের আরাকান আর্মি ও রোহিঙ্গা স্বাধীনতাকামী সশস্ত্র গ্রুপের মধ্যে সংঘর্ষ ঘটেছে।
পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরী বলেন, “মিয়ানমারের অভ্যন্তরে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী ও আরাকান আর্মির মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে। সীমান্তে পড়া গুলিতে একজন রোহিঙ্গা আহত হয়েছেন।”
উখিয়া ব্যাটালিয়নের ৬৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জসীম উদ্দিন জানিয়েছেন, মিয়ানমারের অভ্যন্তরে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ দীর্ঘদিন ধরে চলছে। সীমান্তে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সর্বদা প্রস্তুত। স্থানীয়দের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।