বিশিষ্ট ডাক্তার মুজিবুল হক দক্ষিণ রামপুরা সাতকানিয়ার বাসিন্দা গত রোববার খুলশীস্থ নিজ বাসভবনে ইন্তিকাল করেছন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বিকালে মরহুমের নামাজে জানাযা খুলশী স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। নামাযে জানাযা শেষে মরহুমকে পরিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মরহুম ডাক্তার মুজিবুল হকের নামাযে জানাযায় অংশ নেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরী জামায়াতের ভারপ্রাপ্ত আমীর পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম, চসিক মেয়র ডা. শাহদাত হোসেন, চট্টগ্রাম মহানগরী জামায়াতের সাংগঠনিক সম্পাদক, সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, চট্টগ্রাম মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এস এম লুৎফর রহমান, হালিশহর থানা আমীর ফখরে জাহান সিরাজী সবুজ প্রমুখ।

মরহুম ডা. মুজিবুল হকের মৃত্যু গভীর শোক জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, চট্টগ্রাম মহানগরী ভারপ্রাপ্ত আমির পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি ও চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।

নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে বলেন, মরহুম ডাক্তার মুজিবুল হকের ইন্তেকালে একজন মানবিক মানুষকে হানালাম। ন্যায়-ইনসাফভিত্তিক সমাজ গঠনের জন্য তিনি নিরলস পরিশ্রম করে গেছেন।

নেতৃবৃন্দ আরও বলেন, আমরা আল্লাহ তায়ালার দরবারে দোয়া করি তিনি যেন মরহুমকে ক্ষমা ও রহমত দান করেন, কবরকে প্রশস্ত ও শান্তিময় করে দেন। তাঁর গুনাহসমূহ ক্ষমা করে নেক আমলে পরিণত করে দিন। আখিরাতের প্রতিটি ধাপে যেন তাঁর জন্য কল্যাণের ব্যবস্থা করেন। আল্লাহ রাব্বুল আলামিন তাঁকে জান্নাতুল ফেরদাউসের সুউচ্চ মর্যাদা দান করুন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে ধৈর্য ও সান্ত¡নার শক্তি দান করুন।