পটিয়া উপজেলার কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে বিশেষ অভিযানে প্রায় ২ কোটি টাকার ইয়াবাসহ পাঁচ মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৭। শনিবার (৮ নভেম্বর) সকালে পটিয়ার কাদের ফিলিং স্টেশনসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
র্যাব জানায়, কক্সবাজার থেকে দুটি হায়েস মাইক্রোবাসে বিপুল পরিমাণ ইয়াবা চট্টগ্রামমুখী পথে পরিবহন করা হচ্ছে এমন গোপন তথ্যের ভিত্তিতে তারা মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে। কিছুক্ষণ পর সন্দেহভাজন দুটি মাইক্রোবাস এলে র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে আরোহীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে পাঁচজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন মো. আব্দুল্লাহ আল মামুন (৪১), মো. মাঈন উদ্দিন (৩০), মো. রাশেদুল আলম (৩৮), মো. জসিম উদ্দিন (৪১) ও মো. জুনায়েদ তানভীর তরফদার (২৯)।
তল্লাশিতে একটি গাড়ির ড্রাইভারের সিটের নিচে রাখা ব্যাগ থেকে ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত দুটি মাইক্রোবাস এবং নগদ ২ লাখ ৪৩ হাজার ৫১৫ টাকাও জব্দ করে র্যাব।
র্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা। আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মাদকদ্রব্যসহ তাদের পটিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।