গ্রাম-গঞ্জ-শহর
মাহে রমযানের তাৎপর্য ও যাকাতের গুরুত্ব শীর্ষক সভা-সেমিনার ও ইফতার মাহফিল
সমাজ পরিবর্তনের অঙ্গীকার প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সরকার অনুমোদিত ফেনীর স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন সানরাইজ যুব ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের সম্মানে ইফতার আয়োজন বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়।
Printed Edition

ফেনী সংবাদদাতা : সমাজ পরিবর্তনের অঙ্গীকার প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সরকার অনুমোদিত ফেনীর স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন সানরাইজ যুব ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের সম্মানে ইফতার আয়োজন বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়।
সদর উপজেলার আনোয়ারুল উলুম এতিমখানা মাদ্রাসা মিলনায়তনে শতাধিক কুরআনের পাখিদের সাথে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা স্কাউটসের সহসভাপতি ও ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি একেএম আবদুর রহীম।
সানরাইজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাংবাদিক এম শরীফ ভূঞার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাগলনাইয়া হরিপুর কামাল উদ্দিন মজিদিয়া আলিম মাদ্রাসার সুপার মাওলানা সোহরাব হোসেন, আনোয়ারুল উলূম এতিমখানা মাদ্রাসার মুহতামিম মাওলানা তমিজ উদ্দিন, দাগনভূঞা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী ইফতেখারুল আলম, ফেনী সাংবাদিক ইউনিটি সদস্য শাহাদাত হোসেন পাঠান, দাগনভূঞা ইয়ুথ সোসাইটির গোল্ডেন মেম্বার উপসহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা লুৎফল হায়দার চৌধুরী রুবেল, ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক উপসহকারি কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল মারুফ, সাহিত্য সম্পাদক মমারিজপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কবি এটিএম আতিকুল ইসলাম বাদল, সংগঠক শামীম হোসেন, সাংস্কৃতিক সম্পাদক ও মিডিয়া এসোসিয়েশন ফেনী জেলা শাখার সদস্য সচিব রবিউল আলম মিঠু, সদস্য, তাকিয়া ফুড উদ্যোক্তা নজরুল ইসলাম সোহাগ, আজকের সময় ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট প্রতিনিধি আবদুল আজিজ সায়েম প্রমুখ।
কুষ্টিয়া
কুষ্টিয়ায় উলামা বিভাগের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কুষ্টিয়া শিল্পকলা একাডেমিতে এ সভা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতের যশোর কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মহসীন। প্রধান আলোচক ছিলেন জামায়াতের কুষ্টিয়া জেলা আমির অধ্যাপক মাও. আবুল হাশেম। বিশেষ আলোচক ছিলেন বিশিষ্ট আলেমেদ্বীন মুফতি আমির হামজা, জামায়াতের কুষ্টিয়া সদর আসনের নমিনী অধ্যাপক ফরহাদ হুসাইন, জামায়াতের জেলা সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দিন জোয়ার্দার।
কুষ্টিয়া উলামা বিভাগের সভাপতি হাফেজ জুলফিকার আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন
কুষ্টিয়া কুওয়াতুল ইসলাম কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা তারিকুর রহমান, মাজালিসুল মুফাসসিরীন এর খুলনা বিভাগীয় সেক্রেটারি মাওলানা ইব্রাহীম খলীল মুজাহিদ, কুষ্টিয়া ইমাম সমিতির সভাপতি আলহাজ্ব মুফতি মাওলানা আব্দুল হান্নান, জামায়াতের কুষ্টিয়া জেলা সহকারী সেক্রেটারি খায়রুল ইসলাম রবিন, প্রভাষক মাজহারুল হক মমিন, শহর আমীর এনামুল হক, মসজিদ মিশনের কুষ্টিয়া জেলা সেক্রেটারি অধ্যাপক মাও, ড. নুরুল আমিন জসীমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠান পরিচালনা করেন উলামা বিভাগের জেলা সেক্রেটারি মাওলানা ইয়াসির আরাফাত।
কিশোরগঞ্জ
বাংলাদেশ জামায়াতে ইসলামী বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়ন শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন জামায়াত নেতা আনোয়ার হোসাইন।
প্রধান অতিথি ছিলেন, অধ্যাপক মোঃ রমজান আলী, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, কিশোরগঞ্জ জেলা শাখা। বিশেষ অতিথি ছিলেন জেলা সরকারি সেক্রেটারি শামসুল আলম সেলিম। বক্তব্য রাখেন উপজেলা আমির ডা, ইয়াকুত আলী, নায়েবে আমির ফারুক আহম্মদ।
শ্যামনগর
বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্যামনগর উপজেলা শাখার উদ্যোগে যাকাতের গুরুত্ব ও প্রাসঙ্গিকতা নিয়ে বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ মার্চ) দুপুরে শ্যামনগর সরকারি মহসিন কলেজের মিলনায়তনে এ সেমিনার আয়োজন করা হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা অঞ্চল টিমের সদস্য মুহাদ্দিস হাফেজ রবিউল বাশার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল এবং সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুর রহমান, সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফা।
সেমিনারে বক্তারা ইসলামের অন্যতম স্তম্ভ যাকাতের তাৎপর্য ও উপকারিতা নিয়ে আলোচনা করেন। তারা বলেন, যাকাত কেবল আর্থিক লেনদেনের বিষয় নয়, এটি দরিদ্র ও অসহায় মানুষের কল্যাণে একটি গুরুত্বপূর্ণ ব্যবস্থা। ইসলামী শরীয়াহ অনুযায়ী সঠিকভাবে যাকাত বণ্টন করা হলে সমাজে অর্থনৈতিক ভারসাম্য রক্ষা পায় এবং বৈষম্য দূর হয়।
বক্তারা আরও বলেন, যাকাত শুধু ব্যক্তিগত ধর্মীয় দায়িত্ব নয়, বরং এটি সামাজিক উন্নয়নের মাধ্যমও। যদি প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তি সঠিকভাবে যাকাত আদায় করেন, তাহলে দারিদ্র্যতা কমে আসবে এবং সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে।
সেমিনারে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। তারা যাকাতের বিধান, প্রযোজ্যতা ও সঠিক ব্যবস্থাপনা সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করেন। বক্তারা উপস্থিত শ্রোতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং যাকাত সম্পর্কে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।
সেমিনার শেষে বক্তারা উপস্থিত সবাইকে যথাযথভাবে যাকাত আদায়ে যত্নবান হওয়ার আহ্বান জানান এবং সমাজে দারিদ্র্য বিমোচনে ইসলামী অর্থনৈতিক ব্যবস্থার ভূমিকা সম্পর্কে আলোকপাত করেন।
রংপুর
এগ্রিকালচারিষ্টস ফোরাম অব বাংলাদেশ (এএফবি) রংপুর চ্যাপ্টারের উদ্যোগে “রমযানের তাৎপর্য ও যাকাত শীর্ষক” এক সেমিনার গতকাল শুক্রবার বিকেলে নগরীর একটি হোটেল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
এএফবি রংপুর চ্যাপ্টারের সভাপতি মোহাম্মদ আমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন এগ্রিকালচারিষ্টস ফোরাম অব বাংলাদেশ (এএফবি) এর কেন্দ্রীয় সভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ মাহবুব ই ইলাহি। এতে বিশেষ অতিথি ছিলেন এগ্রিকালচারিষ্টস ফোরাম অব বাংলাদেশ (এএফবি) এর কেন্দ্রীয় মহাসচিব শেখ মুহাম্মদ মাসউদ, বাকৃবি প্রফেসর আবু জাফর মোহাম্মদ মোসলেহ উদ্দিন, এডিই রংপুরের ডিএই মোহাম্মদ শফিকুল ইসলাম, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যাপক শাহ্ মুহাম্মদ নূর হোসাইন। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন ডক্টর মোহাম্মদ আজিজুল ইসলাম প্রধান ফকীহ বড় রংপুর আলীয়া মাদরাসা।
নাঙ্গলকোট (কুমিল্লা)
বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লার নাঙ্গলকোটের হাসানপুর ব্যবসায়ী ইউনিটের উদ্যোগে হাসানপুর বাজারে আলোচনা সভা ও ইফতার মাহফিল শুক্রবার বিকালে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢালুয়া ইউনিয়ন ৩নং ওয়ার্ড সহ-সভাপতি তাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে সূরা সদস্য ও ঢাকা মহানগর উত্তর সহকারী সেক্রেটারি মাওলানা মুহাম্মদ ইয়াছিন আরাফাত।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢালুয়া ইউনিয়ন সেক্রেটারি মুহাম্মদ ফয়সাল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলা আমীর মাওলানা মুহাম্মদ জামাল উদ্দিন, উপজেলা সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম হাসান, কুমিল্লা দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মাষ্টার আব্দুল করিম, উপজেলা জামায়াত সহকারী সেক্রেটারি মাওলানা ইয়াছিন মজুমদার, ঢালুয়া ইউনিয়ন আমির আব্দুল হামিদ মজুমদার, মৌকারা ইউনিয়ন সেক্রেটারি মুহাম্মদ আলী আকবর, ঢালুয়া ইউনিয়ন ৩নং ওয়ার্ড সভাপতি হাবিবুল্লাহ সবুজ, ১ নং ওয়ার্ড সভাপতি আ.জ.ম ওবায়দুল্লাহ, মৌকর ইউনিয়ন ৪ নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ নুরুন্নবী প্রমুখ।
গজারিয়া
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী গজারিয়া উপজেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ জানুয়ারি) বিকেলে উপজেলার বাউশিয়া ইউনিয়নের পুরান বাউশিয়া এলাকায় এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বাউশিয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসাইনের সঞ্চালনায় উপজেলা জামায়াতের আমীর মাওলানা নুরে আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্যপ্রার্থী অধ্যাপক আবু ইউসুফ, এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আবু ইউসুফ হেলালী, উপজেলা সেক্রেটারি জনাব নাসির উদ্দীন সরকার, বাউশিয়া ইউনিয়ন জামায়াতের আমীর জনাব জয়নাল আবেদীন, ভবেরচর ইউনিয়ন জামায়াতের আমীর মহিউদ্দিন হাসান, নায়েবে আমীর মোশাররফ হোসেন বাচ্চুসহ বাউশিয়া ইউনিয়নের সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সুনামগঞ্জ
সুনামগঞ্জ পৌর জামায়াতের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ মার্চ) বিকেলে শহরের হাছননগরস্থ ইসলামিক সেন্টার হলরুমে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ পৌরসভা জামায়াতের আমীর আব্দুস সাত্তার মোহাম্মদ মামুন এর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমীর এডভোকেট শামসউদ্দীন। প্রধান আলোচক হিসাবে মাহে রমযানের তাৎপর্য ও করণীয় বিষয়ে আলোচনা রাখেন সুনামগঞ্জ আলহেরা জামেয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল কালাম আযাদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সুনামগঞ্জ সদর উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মোহাম্মদ আলী, সেক্রেটারি সুলেমান চৌধুরী, পৌর জামায়াতের নায়েবে আমীর আজিজুল হক মাসুক, ইসলামী ছাত্রশিবির সুনামগঞ্জ জেলা সেক্রেটারি শাহরিয়ার হাসান ফাহিম, জামায়াত নেতা এডভোকেট হেলাল উদ্দিন প্রমুখ।
পাঁচবিবি (জয়পুরহাট)
পাঁচবিবির বালিঘাটা ৬ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে গত বৃহস্পতিবার রমযানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৬ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মোঃ আবুল হোসেন এর সভাপতিত্বে উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে আলোচনা পেশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য ও জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর আমীর ডাঃ ফজলুর রহমান সাঈদ। বিশেষ অতিধি হিসাবে বক্তব্য রাখেন পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ডাঃ মোঃ সুজাউল করিম ও উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ আবু সুফিয়ান (মুক্তার)।
এ ছারাও বক্তব্য রাখেন বালিঘাটা ইউনিয়ন আমীর মোঃ খায়রুজ্জামান, ইউনিয়ন সেক্রেটারি মাওলানা নূর বক্স মন্ডল, ইউনিয়ন শ্রমিক কল্যাণের সভাপতি মোঃ মাসুদুর রহমান, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মোঃ আরিফুল ইসলাম রাজু, ইউনিয়ন টিম সদস্য মোঃ তুহিনুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ। জেলা আমীর ডাঃ ফজলুর রহমান সাঈদ বলেন, পবিত্র রমযান মাসেই মহাগ্রন্থ আল কুরআন নাযিল হয়েছিলো বলেই এ মাসের এতো মর্যাদা। তাই মানবজীবনের সকল সমস্যার সমাধান করতে হলে কুরআনের আদর্শের ভিত্তিতেই করতে হবে। ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি জন্য তিনি দ্বীন প্রতিষ্ঠায় কাজকে ঐক্যবদ্ধভাবে করার আহ্বান জানান।
কুমিল্লা
বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর উদ্যােগে যাকাত শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে নগরীর গোল্ডেন স্পুন অডিটরিয়ামে মহানগর জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ এর সভাপতিত্বে সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ড.আবরার আহমাদ। বিশেষ আলোচক হিসাবে আলোচনা করেন ড.মাসুদুল হক চৌধুরী, আড়াইবাড়ী কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতী আমিনুল ইসলাম।
কুমিল্লা মহানগরী জামায়াতে সেক্রেটারী মু.মাহবুবর রহমান এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন,মহানগর জামায়াতে নায়েবে আমীর যথাক্রমে মোহাম্মদ মোছলেহ উদ্দিন, অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন, মহানগর জামায়াতে কর্মপরিষদ সদস্য এড এয়াকুব আলী চৌধুরী, অধ্যাপক মজিবুর রহমান, কাজী নজীর আহম্মেদ, অধ্যাপক জাকির হোসেন,কাজী মোতাহের আলী দিলাল প্রমুখ।