কুষ্টিয়ার খোকসায় জমিসংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের মারধরে মোহাম্মদ আলী প্রামাণিক (৬৫) নামের একজন কৃষক নিহত হয়েছেন। রাত ৮টার দিকে উপজেলার সাতপাখিয়া গ্রামে এ ঘটনা ঘটে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে তিনি মারা যান।

নিহত মোহাম্মদ আলী প্রামাণিক (৬৫) খোকসা উপজেলার গোপগ্রাম ইউনিয়নের সাতপাখিয়া গ্রামের মৃত আকমত প্রামাণিকের ছেলে। তিনি কৃষিকাজ করতেন।

নিহতের ছেলে তারিকুল ইসলাম বলেন, ‘প্রতিবেশী সুনাই শেখের সঙ্গে আমার আব্বার জমিসংক্রান্ত বিরোধ চলছিল। কোরবানির ঈদের দিন থেকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিচ্ছিলেন তারা। আমরা থানায় মৌখিক অভিযোগ দিয়েছিলাম।

সেই বিরোধের জের ধরে সোমবার রাত ৮ থেকে সাড়ে ৮টার মধ্যে সোনাই ও তার লোকজন আমাদের বাড়ি হামলা করে আমার আব্বাকে এলোপাতাড়ি মারধর করে। আমাকেও মারধর করে । আমার আব্বা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভোর সাড়ে ৪টার দিকে মারা গেছেন।’

তিনি আরো বলেন, ‘জমি সংক্রান্ত বিরোধের জেরে পূর্ব পরিকল্পিতভাবে আমার বাবাকে হত্যা করা হয়েছে। সুনাই শেখ, তার ছেলে হৃদয় শেখ, ভাতিজা শাহীন শেখ, শাহীনের বাবা কালাম শেখ সহ ১৫ জন হত্যাকান্ডের সঙ্গে জড়িত।

তারা আমাদের বাড়ির ওপর এসে আমার বাবাকে হত্যা করেছে। আমি এ ঘটনায় জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’