মোঃ একরামুল হক, হাটহাজারী (চট্টগ্রাম) : চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবারও ঈর্ষণীয় সাফল্য দেখিয়েছে উত্তর চট্টগ্রামের ঐতিহ্যবাহী হাটহাজারী সরকারি কলেজ। প্রতিষ্ঠানটির ৭১ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। সাধারণ শাখায় পাসের হার শতকরা ৮১.৩৪ ভাগ এবং বিএমটি-ভোকেশনাল শাখায় পাসের হার ৮২.১৯ ভাগ।

যদিও এ বছর হাটহাজারী উপজেলায় সামগ্রিকভাবে পাসের হার কিছুটা কমেছে, তবুও হাটহাজারী সরকারি কলেজের এই সাফল্য সবার নজর কেড়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৪ হাজার ৭৫৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ২ হাজার ৩৩২ জন উত্তীর্ণ এবং ২ হাজার ৪২৫ জন অকৃতকার্য হয়েছে।

সূত্র জানায়, উপজেলার সাতটি কলেজে একজনও জিপিএ-৫ পায়নি। অন্যদিকে ছয়টি কলেজে অন্তত একজন করে শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। এর মধ্যে হাটহাজারী সরকারি কলেজ একাই ৭১ জন শিক্ষার্থী নিয়ে শীর্ষে অবস্থান করছে।

হাটহাজারী সরকারি কলেজ থেকে এ বছর মোট ১ হাজার ২০৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ৯৮১ জন এবং জিপিএ-৫ পেয়েছে ৭১ জন। পাসের হার শতকরা ৮১.৩৪ ভাগ।

অন্য প্রতিষ্ঠানগুলোর ফলাফলও প্রকাশ করা হয়েছে- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ: পরীক্ষার্থী ২৬১ জন, পাস ২০৫ জন, জিপিএ-৫ পেয়েছে ১৭ জন (পাসের হার ৭৮.২৫%)। কাটিরহাট মহিলা কলেজ: পরীক্ষার্থী ৪১১ জন, পাস ১৯৫ জন, জিপিএ-৫ পেয়েছে ৭ জন (পাসের হার ৪৮.০৫%)। নাজিরহাট কলেজ: পরীক্ষার্থী ১১২৭ জন, পাস ৩৮৫ জন, জিপিএ-৫ পেয়েছে ৮ জন (পাসের হার ৩৪.১৬%)। কুয়াইশ বুড়িশ্চর শেখ মোহাম্মদ সিটি কর্পোরেশন কলেজ: পরীক্ষার্থী ৯২০ জন, পাস ২৯০ জন, জিপিএ-৫ পেয়েছে ২ জন (পাসের হার ৩১.৮৭%)। কেসি শহীদ জিয়াউর রহমান কলেজ: পরীক্ষার্থী ১৬০ জন, পাস ৫৯ জন, জিপিএ-৫ পেয়েছে ১ জন (পাসের হার ৩৭%)। ফতেয়াবাদ সিটি কর্পোরেশন ডিগ্রি কলেজ: পরীক্ষার্থী ৪৩৭ জন, পাস ১৪৫ জন, জিপিএ-৫ পেয়েছে ২ জন (পাসের হার ৩৫.১৮%)।

এছাড়া হাটহাজারী গার্লস স্কুল অ্যান্ড কলেজে পাসের হার ৩১.৩১ শতাংশ, ফতেয়াবাদ সিটি কর্পোরেশন বালিকা স্কুল অ্যান্ড কলেজে ১৭.৬৫ শতাংশ, জোবরা পিপি স্কুল অ্যান্ড কলেজে ৩৫ শতাংশ, আলীপুর রহমানিয়া স্কুল অ্যান্ড কলেজে ১২.৮২ শতাংশ, আকবরীয়া স্কুল অ্যান্ড কলেজে ৪৬.১৫ শতাংশ, ঈদগাহ বহুমুখী স্কুল অ্যান্ড কলেজে ৫০ শতাংশ এবং রহিমপুর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে পাসের হার ২৭.২৭ শতাংশ।

হাটহাজারী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর জাহিদ মাহমুদ বলেন, “আমাদের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টাতেই এ সাফল্য এসেছে। চট্টগ্রাম বোর্ডে শহরের বাইরে এমন ভালো ফল আমাদের গর্বিত করেছে। ভবিষ্যতেও সবাই সহযোগিতা করলে আরও উন্নত ফলাফল সম্ভব।”