মাধবদী (নরসিংদী) সংবাদদাতা: নিখোঁজের ৩ দিন পর সাদ্দাম হোসেন (৩) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৬ মার্চ) সকালে নরসিংদী সদর উপজেলার মধ্য শীলমান্দী কবরস্থানের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত শিশু সাদ্দাম হোসেন (৩) শিলমান্দী বিলপাড় এলাকার বাসিন্দা আমজাদ হোসেনের ছেলে। শেখেরচর পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মো. মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, ৩ বছরের শিশু সাদ্দাম হোসেন গত ১৩ মার্চ দুপুরে নিজ বাড়ির শীলমান্দি বিলপাড় নিজ বাড়ির সামনে থেকে নিখোঁজ হয়। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে সেদিন রাতেই থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। রোববার সকালে দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা কবরস্থানের পাশে শিশুটির লাশ দেখতে পান। খবর পেয়ে পরিবারের লোকজন লাশটি সাদ্দামের বলে শনাক্ত করেন।

শেখেরচর পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মো. মাসুদ আলম বলেন, “শিশুটির লাশ পঁচে গিয়েছে এবং তাতে পোকা ধরে গেছে। তবে প্রাথমিকভাবে গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ইতোমধ্যে পরিবারের করা সাধারণ ডায়েরির সূত্র ধরে আইনি প্রক্রিয়া চলছে।”