নেত্রকোনা সংবাদদাতা : ফিলিস্তিনের গাজায় গণহত্যার প্রতিবাদে শুক্রবার বাদ জুমা নেত্রকোনা বড়বাজার শাহী জামে মসজিদ জেলা খেলাফত ছাত্র আন্দোলনের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা খেলাফত ছাত্র আন্দোলনের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মোতালিব খানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সহকারী মহাসচিব গাজী মুহাম্মাদ আবদুর রহীম রুহী, মুফতি আফজাল হোসেন রাহমানী, প্রেস ক্লাবের সেক্রেটারি ম কিবরিয়া চৌধুরী হেলিম, জেলা প্রেস ক্লাবের সহসভাপতি জাহিদ হাসান, মাওলানা হোসাইন আহমাদ, মাওলানা হযরত আলী, মাওলানা মোস্তফা আহমাদ জিহাদী, মাওলানা আব্দুল কুদ্দুস, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর মুহাম্মাদ শাহ্ আলম, জেলা খেলাফত আন্দোলনের কেন্দুয়া উপজেলার সভাপতি মাওলানা তরিকুল ইসলাম নুরানি প্রমুখ। বিক্ষোভ সমাবেশ শেষে একটি মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো পদক্ষিণ করে জেলা প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়।

জামালপুর

পশ্চিমা বিশ্বের প্রত্যক্ষ মদদে ফিলিস্তিনে ইসরাইলের গণহত্যা এবং ভারতীয় সরকারের পৃষ্ঠপোষকতায় মুসলিম নির্যাতনের প্রতিবাদে জামালপুরের ইসলামপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এ সময় তারা ইসরাইলী পণ্য বর্জন এবং মুসলিম উম্মাহকে সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।

সীতাকুণ্ড (চট্টগ্রাম)

ফিলিস্তিনে ইসরাইলী নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে সীতাকুণ্ডের পৌরসদর, কুমিরাসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১মার্চ) বাদ জুমা বিভিন্ন সংগঠনের ব্যানারে শিক্ষার্থী ও বিভিন্ন মসজিদের মুসল্লীরা বিক্ষোভ মিছিলে অংশ নেয়। বিক্ষোভ মিছিলটি সীতাকু-ের পৌর সদরের সীতাকু- কামিল মাদ্রাসা মসজিদ থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইউটার্ন হয়ে কলেজ রোডসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সীতাকু- উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা তাওহীদুল হক চৌধুরী, সাবেক কমিশনার রায়হান উদ্দিন রেহান সমাবেশে বক্তব্য রাখেন।

রাজৈর (মাদারীপুর)

ফিলিস্তিনে অবৈধ দখলদার ইসরাইলী হামলার প্রতিবাদ ও ফিলিস্তিনী জনগণের মুক্তি সংগ্রামের প্রতি সংহতি জানিয়ে শুক্রবার বাদ জুমা টেকেরহাট বাসস্ট্যান্ডে মানববন্ধন অনুষ্ঠিত হয়। আর.টি.এইড ফাউন্ডেশন ও রাজৈর উপজেলার সর্বস্তরের জনগণের উদ্যোগে মানববন্ধনে বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী এনামুল বাঘা, রাজৈর রিপোর্টার্স ইউনিটির সভাপতি অধ্যাপক ফাইজুর রহমান মামুন, টেকেরহাট শাহী মসজিদের ইমাম মাওলানা শিহাব উদ্দিন, মাষ্টার আরিফুজ্জামান বেগ টিপু। মানববন্ধনে শত শত লোক অংশগ্রহণ করেন। বক্তারা ফিলিস্তিনে অবিলম্বে হামলা বন্ধের দাবি জানান ।

দাউদকান্দি

দাউদকান্দি পৌর বাজার বড় মসজিদের সামনে পৌরসভা সীরাতুন্নবী (স:) উদযাপন কমিটির উদ্যোগে গাজায় ইজরাইলী বাহিনীর গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় সমাবেশে বক্তব্য রাখেন দাউদকান্দি উপজেলা সীরাত কমিটির সভাপতি মো: শুক্কুর আলী , পৌরসভা সভাপতি তৌফিক রুবেল, পৌর সেক্রেটারি ফয়সাল আহমেদ, ইসলামী যুব আন্দোলন পৌর সহ সভাপতি আশরাফ আলি প্রমুখ।

কুমারখালী (কুষ্টিয়া)

কুষ্টিয়ার কুমারখালীতে নিরীহ নিরপরাধ ফিলিস্তিনের গাজায় জায়নবাদী আগ্রাসী ইসরাইলের বর্বর অমানবিক নিষ্ঠুর হামলার প্রতিবাদে ২১ মার্চ শুক্রবার বাদ জুম্মা বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কুমারখালী কেন্দ্রীয় বড় জামে মসজিদ থেকে মাদরাসা ছাত্র কল্যাণ ফোরামের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। সর্বস্তরের মুসলিম জনতার অংশ গ্রহনে বিক্ষোভ মিছিলটি হলবাজার বক চত্বর দিয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শেষে বাসস্ট্যান্ড গোল চত্বরে সমাবেশে বক্তব্য রাখেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আফজাল হোসাইন, পাথরবাড়িয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মিজানুর রহমান, শিক্ষক মাওলানা আব্দুল হালিম, সমাজসেবক আশিকুল ইসলাম চপল, এপিপি এ্যাডঃ রবিউল ইসলাম, ছাত্রনেতা আব্দুর রহমান প্রমুখ।

শান্তিগঞ্জ

ফিলিস্তিনে ইসরাইলী গণহত্যা এবং ভারতে মুসলিমদের ওপর কট্টর হিন্দুত্ববাদীদের নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের মুসলিম জনতা।শুক্রবার (২১ মার্চ) জুম্মার নামাযের পর পাথারিয়া ইউনিয়নের মুসলিম জনতা পাথারিয়া বাজার জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন। এ সময় তারা বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে ইহান মার্কেটের সামনে সমাবেশ করেন। এ সময় তারা ‘ফিলিস্তিনের শিশুরা, আমাদের সন্তান’, ‘দুনিয়ার মুসলিম, এক হও এক হও’, ‘গণহত্যার বিরুদ্ধে, ডাইরেক্ট একশন’, ‘ইসরাইলের আগ্রাসন, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘ভারতের দালালেরা, হুঁশিয়ার সাবধান’সহ নানা স্লোগান দিতে থাকেন। মিছিল শেষে পাথারিয়া ইউনিয়ন পরিষদের সাবেক তিনবারের চেয়ারম্যান মোঃ মোস্তফা মিয়ার সভাপতিত্বে ও হাছান মাহমুদের উপস্থাপনায় বক্তব্য রাখেন দারুল উলুম দরগাপুর মাদরাসার নায়েবে মুহতামিম ও পাথারিয়া বাজার মসজিদের খতিব মাওলানা আনোয়ার পাশা, ক্বারী মহিবুল হক, মাওলানা আব্দুর রাকিব, মাওলানা মোহাম্মদ খান, মাওলানা আশরাফ আলী, পাথারিয়া বাজার জামে মসজিদের ইমাম মাওঃ আবু হুরায়রা প্রমুখ।

ফুলবাড়ী (কুড়িগ্রাম)

ফিলিস্তিনে উপর ইসরাইলের হামলা ও ভারতে মুসলমানদের উপর উগ্রবাদী হিন্দুদের বর্বরোচিত হামলার প্রতিবাদে কুড়িগ্রামের ফুলবাড়ীতে প্রতিবাদী বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার জুম্মার নামাযের ফুলবাড়ী উপজেলা মডেল মসজিদ থেকে শুরু করে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ফুলবাড়ী বাজার জিরোপয়েন্টে শেষ হয়।

এ সময় উপজেলা মডেল মসজিদ, উপজেলা কেন্দ্রীয় মসজিদ, ফুলবাড়ী কাছারী জামে মসজিদসহ আশপাশের বিভিন্ন মসজিদের মুসল্লীগণ উক্ত সমাবেশে যোগ দেন।