যশোর সদরের খোলাডাঙায় ফজলুল উলুম বহুমুখী কওমী মাদ্রাসায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এসময় রোগী দেখেন যশোর কমিউনিটি সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের প্রেসিডেন্ট এবং ফজলুল উলুম বহুমুখী কওমী মাদ্রাসার চেয়ারম্যান ডা. রাইয়ান হাসার।
তিনি বলেন, আমরা সব সময় এতিম ও অসহায় মানুষের জন্য কাজ করছি। তাদের জীবনমান উন্নয়নে কাজ করছি৷ তাদেরকে আমরা সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চাই। ফ্রি মেডিকেল ক্যাম্প আমাদের চলমান একটি প্রকল্প। এলাকার বিবিধ সনস্যার কথা তিনি মনোযোগ দিয়ে শোনেন। এরপর ডিপ টিউবওয়েল, রাস্তাঘাট মেরামত, মশক নিধনে জরুরি পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দেন। উক্ত প্রোগ্রামে শতাধিক রোগী এসেছিল এবং বিপুল সংখ্যক মানুষ মতবিনিময় করে।
অন্যান্যের মধ্যে যশোর কমিউনিটি সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সাংগঠনিক সম্পাদক মাসুম বিল্লাহ, উক্ত মাদ্রাসার সভাপতি নওয়াব আলী, সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম সহ অনেকেই উপস্থিত ছিলেন।