মাহফুজ আলম, কাপ্তাই : নৈসর্গিক সৌন্দর্যের হাতছানি পেয়ে পর্যটকরা ছুটে আসে কাপ্তাইয়ে। ঢাকা হতে বেড়াতে আসা মেহেদী হাসান বলেন, কাপ্তাই হ্রদের স্বচ্ছ জলরাশি আমাদের মুগ্ধ করেছে।
শনিবার বিকেল চারটা পর্যন্ত কাপ্তাইয়ের বিভিন্ন পর্যটনে বেড়াতে আসা ভ্রমণ পিপাসু শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায় এমনকি সাংবাদিকরাও বলেন, আমরা কাপ্তাইতে বেড়াতে এসেছি, আসলে এই জায়গাটা প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ঢেকে রয়েছে । এখানকার গিরি-ঝরনা পাহাড় পর্বতে মন খুলে বেড়ানো গিয়েছে। তারা আরো বলেন, টানা তিন দিনের ছুটিতে পরিষ্কার পরিচ্ছন্ন যানজট মুক্ত প্রকৃতির সান্নিধ্যে কাটানোর জন্য পর্যটন শহর রাঙামাটির রূপসী কাপ্তাইয়ে বেড়াতে এসেছেন।
গত বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার (২৭ ডিসেম্বর) তিন দিনে কাপ্তাই শিলছড়ি নিসর্গ রিভার ভ্যালি, শিলছড়ি ফ্লোটিং প্যারাডাইস, চন্দ্রলোক ক্যাম্পিং সাইট এন্ড রিসোর্ট ও বনশ্রী পর্যটন কেন্দ্র, ওয়াগ্গাছড়া প্যানোরোমা জুম রেস্তোরাঁ, নৌ-বাহিনী পরিচালিত লেক প্যারাডাইস, সেনাবাহিনী পরিচালিত লেকশোর পিকনিক স্পটসহ বিভিন্ন পর্যটন কেন্দ্র গিয়ে দেখা যায় পর্যটকদের উপচেপড়া ভিড়। কোথাও কোনো রিসোর্ট খালি ছিলনা। কেউ বোট
নিয়ে হ্রদে ও নদী পথে ভ্রমণ করছেন। কেউ ছবি তোলে ভ্রমণটাকে উপভোগ করছেন। বড়দিনসহ শুক্রবার এবং শনিবার সাপ্তাহিক টানা তিন দিনের ছুটিতে পর্যটন কেন্দ্রগুলো মাস খানেক আগে অগ্রিম বুকিং হয়েছে বলে জানান শিলছড়ি নিসর্গ রিভার ভ্যালি এন্ড পড হাউসের ম্যানেজার মোঃ মাসুদ।
তিনি আরো বলেন, টানা তিন দিন ছুটি থাকা কর্ণফুলি নদীর তীরে নির্মিত নিসর্গ রিভার ভ্যালির পড হাউস দেখতে প্রতিদিন ভিড় করছে অসংখ্য পর্যটক। আগামী বছরের ৩ জানুয়ারি পর্যন্ত আমাদের সবগুলো কটেজ বুকিং আছে।
কাপ্তাই এসএসডি বোট ঘাট এবং কাপ্তাই লেকশোর বোট ঘাটের চালক মোঃ জাহাঙ্গীর এবং জাবেদ আহমেদ বলেন, টানা কয়েকদিনের ছুটিতে কাপ্তাইয়ে প্রচুর পর্যটক এসেছে। পর্যটকরা বোটে করে কাপ্তাই হ্রদে মনের আনন্দে ভ্রমণ করছেন।