চারদিন ধরে গভীর সাগরে ভেসে থাকা একটি বিকল ট্রলার থেকে ১৮ জন জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। ‘হাবিবা’ নামের মাছ ধরার ট্রলারটি ভোলার মনপুরা থেকে সাগরে মাছ ধরতে গিয়ে কক্সবাজার উপকূলে ইঞ্জিন বিকল হয়ে পড়ে। নৌবাহিনীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার রাতে কক্সবাজারের মহেশখালী উপজেলার পশ্চিমে ২৫ নটিক্যাল মাইল দূরে নিয়মিত টহলের সময় নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘শহীদ ফরিদ’ জেলেদের বিপদ সংকেত দেখতে পায়। এরপর জাহাজটি ট্রলারের কাছে গিয়ে জানতে পারে, ইঞ্জিন বিকলের কারণে ট্রলারটি গত শুক্রবার থেকে গভীর সাগরে ভাসমান অবস্থায় রয়েছে।

জেলেরা জানান, দীর্ঘদিন সাগরে ভেসে থাকার ফলে তাদের সঙ্গে থাকা খাবার ও বিশুদ্ধ পানি ফুরিয়ে যায়। পরে নৌবাহিনীর সদস্যরা তাদের খাবার, বিশুদ্ধ পানি এবং প্রাথমিক চিকিৎসা সহায়তা প্রদান করেন। উদ্ধার শেষে ট্রলারটি কুতুবদিয়া উপকূলে নিরাপদে পৌঁছে দেয়া হয়। নৌবাহিনীর উদ্যোগে জীবনের ঝুঁকি থেকে রক্ষা পান জেলেরা।