কালিয়াকৈর সংবাদদাতা : গাজীপুরের কালিয়াকৈরে আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা কালিয়াকৈর থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে ।
সম্প্রতি গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের নিশ্চিন্তপুর দোকানপাড় এলাকা থেকে ডাকাতির উদ্দেশ্যে ব্যবহারিত একটি পিকআপ ও দেশীয় অস্ত্র সহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন,বগুড়া সদর থানার নুরুল হকের ছেলে খোকন(৩৩),নীলফামারীর ডোমারা থানার দুলালের ছেলে রুবেল (২৫), ময়মনসিংহ কতোয়ালী থানার সাইফুল ইসলামের ছেলে মোঃ সেলিম (৪০)।
পুলিশও স্থানীয়রা জানায়, একদল ডাকাত ঢাকার টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়েছে এমন গোপন সংবাদ ভিত্তিতে কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ির সদস্য ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তল্লাশিতে নামে। পুলিশের উপস্থিতিতে টের পেয়ে আন্তঃজেলা ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করলেই স্থানীয়রা তাদের ধাওয়া করে গণপিটুনি দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতার হাত থেকে ডাকাতদের উদ্ধার করে হেফাজতে নেয়। পুলিশ ডাকাতদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ১টি পিকআপসহ বিভিন্ন অস্ত্রশস্ত্র ও মালামাল উদ্ধার । পুলিশ জানায় আটককৃতরা আন্তঃজেলা ডাকাতদলের সক্রিয় সদস্য। আটককৃত খোকনের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় চুরি, ডাকাতি, মাদকসহ ৭টি মামলা এবং আসামী রুবেলের বিরুদ্ধে বিভিন্ন জেলায় চুরি, ডাকাতি, চাঁদাবাজিসহ ৪টি মামলা রয়েছে। গণপিটুনিতে আহত ডাকাতদলের সদস্যদের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।
উল্লেখ্য গত ২০ দিনে মৌচাক পুলিশ ফাঁড়ি সদস্যরা ডাকাতির প্রস্তুতি ও ডাকাতি কালে ১৩ জন ডাকাত সদস্যকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে।