সিরাজগঞ্জ সংবাদদাতা : সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার পর গুরুতর আহত অবস্থায় মেয়েটিকে শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, গত ১৯ অক্টোবর রাত আনুমানিক ১১টার দিকে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে কিশোরীকে হাসপাতালে আনা হয়। ২০ অক্টোবর সকাল ১১টার দিকে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়।
হাসপাতালের গাইনী বিভাগের ইন্টার্ন চিকিৎসক পার্থ সাহা বলেন, মেয়েটির বিশেষ অঙ্গ ক্ষতিগ্রস্ত ছিল, সেটি রিপেয়ার করা হয়েছে। প্রাথমিকভাবে বলা যায়, জোর করে শারীরিক সম্পর্কের কারণেই বিশেষ অঙ্গ এভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল লতিফ বলেন, মেয়েটি এখন হাসপাতালে রয়েছে। তার মা মোসলিমা বেগম বাদী হয়ে ২০/১০/২০২৫ বেলা ২টায় মামলা দায়ের করেছে। মামলা রেকর্ড হয়েছে এবং ইতিমধ্যে ৩ জন আসামী গ্রেফতার করা হয়েছে।
ঈদগাঁও (কক্সবাজার) : কক্সবাজারে ভ্রমণে আসা টাঙ্গাইলের এক পর্যটককে ছুরিকাঘাত করে মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় উদ্ধার করা হয়েছে ১০টি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল। গত সোমবার কক্সবাজার জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তিনি জানান, গ্রেফতার ৫ জনই পেশাদার ছিনতাইকারী।
মুরাদনগর (কুমিল্লা) : মুরাদনগরে চোর মাদকসেবী ইয়াসিন বিরুদ্ধে প্রথম শ্রেণির ছাত্রকে বলাৎকারে অভিযোগে ক্লাস রুমে সামাজিক বিচারশালিসীতে মারামারি। ছাত্র-ছাত্রীরা আতংকে হয়ে ভয়ে ছুটাছুটি। আহত ৫ জন। আদালতে ২টি মামলা হয়েছে। আসামীরা পালাতক রয়েছে। এলাকায় থমথমে বিরাজ করছে।
মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৮ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮টার দিকে কুমিল্লার মুরাদনগর উপজেলা চন্দনাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র (৭) চন্দনাইল গ্রামের পশ্চিম পাড়ার বাঙ্গানগর গ্রামের যাওয়া ব্রীজের পাশে খগেন্দ্র বাবু পুকুরের পশ্চিম পাড়ে ঝোপঝাড়ে নিয়ে একই গ্রামের রফিকুল ইসলাম রফু মিয়ার ছেলে ইয়াসিন (২২) ওই ছাত্রকে বলাৎকার করে। এ অভিযোগে ওই ছাত্রের পিতা আবদুল কাইয়ুম বাদী হয়ে বলাৎকার ও মোঃ মহসিন বাদী হয়ে মারধর পৃথকভাবে দুইটি কুমিল্লা বিজ্ঞ আদালতে মামলা দায়ের করে।
ডিমলা (নীলফামারী) : নীলফামারীর ডিমলা উপজেলার ৬ নং নাউতারা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড ঝাড় পাড়া পাড়া গ্রামের বাসিন্দা মোঃ আব্দুর রশিদ ডিমলা থানায় প্রতিপক্ষের বিরুদ্ধে জমি দখল ও হামলার আশঙ্কায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগকারী আব্দুর রশিদ বলেন, “আমি আদালতের রায়ের পরও শান্তিতে থাকতে পারছি না। প্রতিপক্ষের ভাড়াটিয়া বাহিনী আমাকে ও আমার পরিবারকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমার বৈধ সম্পত্তি রক্ষায় পুলিশের সহায়তা চাই।”
এ বিষয়ে আব্দুর রশিদ ১৮ অক্টোবর ডিমলা থানায় লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগের কপি অনুযায়ী, ঘটনার পর থেকে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। অভিযোগের ভিত্তিতে ডিমলা থানা পুলিশ বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে।
কেশবপুর (যশোর) : যশোরের কেশবপুরে বসতভিটার জমি নিয়ে বিবাদে প্রতিপক্ষরা একই পরিবারের গর্ভবতী নারী, শিশুসহ ৭ জনকে কুপিয়ে জখম করেছে। এঘটনায় থানায় অভিযোগ হলেও পুলিশ এখনও ঘটনাস্থল পরিদর্শন না করায় প্রতিপক্ষরা ওই পরিবারটিকে একের পর এক ভয়ভীতি ও হুমকি-ধামকি দিচ্ছে।
তারা বাড়ি থেকে বের হতে পারছে না। গত শনিবার সন্ধ্যায় ভুক্তভোগী পরিবারের নওশের আলী গাজী কেশবপুর প্রেসক্লাবে হাজির হয়ে এক সাংবাদিক সম্মেলনে এসব অভিযোগ করেন।
ফুলপুর (ময়মনসিংহ) : ময়মনসিংহের ফুলপুরে দেবর ভাবির পরকিয়ার অভিযোগে ইকবাল হোসেন (৩০) নামে এক ভাতিজা খুন হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ভাইকান্দি ইউনিয়নের রঘুরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইকবাল হোসেন ওই গ্রামের বাবুল মিয়ার ছেলে।
জানা যায়, রঘুরামপুর গ্রামের ইকবাল হোসেন তার চাচা সাদ্দাম হোসেনের বিরুদ্ধে চাচির সাথে পরকিয়া সম্পর্কের অভিাযোগ তুলে। এ নিয়ে বাড়ির পাশের সাদ্দাম হোসেনের মুদির দোকান বন্ধ রাখতে বলায় উভয় পরিবারে ঝগড়া বাধে। একপর্যায়ে সাদ্দাম হোসেন ভাতিজা ইকবাল হোসেনের বুকে ছুরিকাঘাতে গুরুতর আহত করে। এছাড়া সাদ্দাম হোসেন তার লোকজন ইকবাল হোসেনের চাচা রমজান আলী, রেজাউল করিম ও ছোট ভাই রবিউল হাসানকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। তাদের ফুলপুর হাসপাতালে আনার পথে ইকবাল হোসেনের মৃত্যু ঘটে। আহতদের মাঝে গুরুতর অবস্থায় চিকিৎসার জন্য রেজাউল করিমকে ময়মনসিংহ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা ফুলপুর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এ ব্যাপারে নিহতের মা শেফালী আক্তার বাদি হয়ে রোববার ফুলপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
ফুলপুর থানার ওসি আব্দুল হাদি জানান, এ ঘটনায় আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।
টাঙ্গাইল : টাঙ্গাইলের করটিয়া বাজারে গতকাল ১৮ অক্টোবর রাত আনুমানিক ৯.১৫ মিনিটে সংঘটিত এক ভয়াবহ সন্ত্রাসী হামলায় স্বর্ণকার বিপ্লব কর্মকার মারাত্মকভাবে আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীদের বরাত অনুযায়ী, রাত আনুমানিক ৯.১৫ মিনিটে একটি প্রাইভেটকারযোগে আসা একদল দুর্বৃত্ত বিপ্লব কর্মকারকে দোকান থেকে বাড়ি যাওয়ার সময় সামনে এসে হঠাৎ ধারালো চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।
ঘটনাস্থল পরিদর্শনের সময় আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর আমীর অধ্যাপক ইকবাল হোসেন বাদল, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সদর সভাপতি অধ্যাপক জাহানুর চৌধুরীসহ সদর ও স্থানীয় জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ। স্থানীয় ব্যবসায়ীরা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।
ধুনট : বগুড়ার ধুনটে নাহিদুল ইসলাম ফকির ও আজিজুল নামের দুই মাদক কারাবারির বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে। বুধবার ৮ অক্টোবর উপজেলার নিমগাছী ইউনিয়নের নান্দিয়ারপাড়া গ্রামের মৃত ইয়াকুব আলী সরকারের ছেলে সাইফুল ইসলাম থানায় এ অভিযোগ দায়ের করে। নাহিদুল ইসলাম ও আজিজুল একই এলাকার বাবু ফকিরের ছেলে।
বাসাইল (টাঙ্গাইল) : টাঙ্গাইলের বাসাইলে মাদকমুক্ত সমাজ গড়তে সচেতনামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২১ অক্টোবর দুপুরে উপজেলার কাউলজানী ইউনিয়নের যুব সমাজের উদ্যোগে ‘মাদককে না বলি, সুন্দর সমাজ গড়ি’ এ প্রতিপাদ্যে কাউলজানী বোর্ড বাজারের খান সুপার মার্কেটের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. আকলিমা বেগম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারি সা’দত কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মনিরুজ্জামান মিয়া। অনুষ্ঠানের উদ্বোধন করেন বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ সামছুল আলম, সরকারি সা’দত কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. আশেকুল হাসান, কুমুদিনী সরকারি কলেজের প্রফেসর মোহাম্মদ ছানোয়ার হোসেন খান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, কাউলজানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউল গণি হাবিব প্রমুখ। অনুষ্ঠানে তরুণ ও যুবকসহ বিভিন্ন পর্যায়ের মানুষ উপস্থিত ছিলেন।
দৌলতপুর (কুষ্টিয়া) : কুষ্টিয়ার দৌলতপুরে ক্লিনিক ব্যবসার আড়ালে দেহ ব্যবসার অভিযোগ উঠেছে। উপজেলার আল্লারদর্গা বাজারে অবস্থিত সততা ক্লিনিকে চিকিৎসা সেবার পরিবর্তে দীর্ঘদিন ধরে অবৈধ এ দেহ ব্যবসা চালানোর অভিযোগ উঠে। এ ঘটনায় গত ২০ অক্টোবর রাত ৯টার দিকে এলাকাবাসী ঘটনার সাথে জড়িত নারী-পুরুষ দু’জনকে আটক করে পুলিশে দিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আল্লারদর্গা বাজারের সততা ক্লিনিকের মালিক আব্দুল মোমিন দীর্ঘদিন ধরে দেহ ব্যবসার সাথে জড়িত বিভিন্ন এলাকার নারীদের ভাড়া করে এনে নিজ ক্লিনিকে দেহ ব্যবসা চালিয়ে আসছিলেন। এমন ঘটনায় এলাকাবাসী স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশের কাছে অভিযোগ দিয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ রয়েছে। সোমবার রাতে এলাকাবাসী ওই ক্লিনিকে প্রবেশ করে সাতক্ষীরার এক নারী ও একই এলাকার এক পুরুষকে আপত্তিকর অবস্থায় আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে।