নরসিংদীতে শুল্ক ফাঁকি দিয়ে সূতা আমদানি করার সময় কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট নরসিংদী বিভাগ ৭৫ হাজার কেজি সূতা জব্ধ করেছে। সম্প্রতি সদর উপজেলার মাধবদী গরুর হাট ও তৎসংলগ্ন এলাকা থেকে এসব সূতা জব্দ করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট নরসিংদী অফিসের একজন কর্মকর্তা সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন যাবত মাধবদীতে শুল্ক ফাঁকি দিয়ে একটি চক্র প্রতিনিয়ত বিপুল পরিমাণ সূতা আমদানী করছে। এতে সরকার লক্ষ লক্ষ টাকা রাজস্ব হারাচ্ছে। এ চক্রটিকে ধরার জন্য দীর্ঘদিন যাবত নরসিংদী কাস্টমস বিভাগ সতর্ক অবস্থানে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার গভীর রাতে নরসিংদী সদর উপজেলার মাধবদী গরুর হাট ও তৎসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৯টি সূতা ভর্তি ট্রাক আটক করে ৭৫ হাজার কেজি সূতা জব্দ করে। প্রতি কেজিতে ৫টাকা হারে ৭৫ হাজার কেজি সূতার শুল্ক দাড়ায় ৩ লাখ ৭৫ হাজার টাকা।
তিনি আরো জানান, কাস্টমস এর আইন অনুযায়ী জব্দকৃত সূতা স্ব স্ব প্রতিষ্ঠান নিতে চাইলে তাদেরকে প্রতিকেজিতে ৫ টাকা হারে শুল্ক পরিশোধ ও সমপরিমাণ জরিমানা সরকারী কোষাগারে জমা দিতে হবে। জব্দকৃত সূতাগুলো বর্তমানে তাদের হেফাজতে একটি গোদামে রয়েছে।
এব্যাপারে নরসিংদী কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট নরসিংদী অফিসে যোগাযোগ করা হলে অফিস কর্তৃপক্ষ এর বেশী কিছু বলতে রাজি হয়নি।