নোয়াখালী সংবাদদাতা : গতকাল বৃহস্পতিবার নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন, রিসার্চ ফেয়ার ও একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড- ২০২৫ উপলক্ষ্যে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন নোবিপ্রবি ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।

গতকাল বৃহস্পতিবার বিকাল ৩ টায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহিদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল সাংবাদিকদের সাথে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংস্কার ও উন্নয়নমূলক কর্মকান্ড নিয়ে আলোচনা করেন। বিশ্ববিদ্যালয়ে ১৯ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে ২২ জুন বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন বিষয়ে উল্লেখ করেন। এতে স্থানীয় বিভিন্ন গণমাধ্যম কর্মীদের থেকে বিভিন্ন পরামর্শ গ্রহণ ও মতবিনিময় করেন তিনি।

মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয় প্রো-ভিসি প্রফেসর ড. রেজাউনুল হক, বিশ্ববিদ্যালয় ট্রেজারার প্রফেসর ড. হানিফ মুরাদ, ফার্মেসি বিভাগ প্রধান ড. মো.শফিকুল ইসলাম, ড. শহিদুর রহমান, সহ প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার বিভিন্ন সাংবাদিকবৃন্দ।

জামায়াত একব্যক্তির

(১-এর পৃঃ­ ৩-এর কঃ পর)

কমিশনের সাথে সংস্কার বিষয়ে সংলাপ শেষে সংবাদ ব্রিফিংয়ে বলেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতির নির্বাচন চায়। তাতে করে মানুষের প্রতিটি ভোটের প্রভাব রাষ্ট্র পরিচালনায় প্রতিফলিত হবে। বর্তমান পদ্ধতিতে দেশের অধিকাংশ মানুষের ভোট রাষ্ট্র পরিচালনায় কোন কাজে আসে না। গণতান্ত্রিক মূল্যবোধ ও চিন্তার বিপরিতে সংখ্যালঘুর শাসনে পরিচালিত হয় বাংলাদেশ। এই অশুভ ধারা থেকে উত্তোরণের জন্য এবং সত্যিকারের জাতীয় সরকার গঠনে পিআর পদ্ধতির নির্বাচন অপরিহার্য।

জাতীয় ঐকমত্য কমিশনের আজকে বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে অংশ নেন দলের দুই প্রেসিডিয়াম সদস্য। মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী এবং অধ্যাপক আশরাফ আলী আকন।

মাওলানা মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী ইসলামী আন্দোলন বাংলাদেশের অবস্থান পরিষ্কার করে বলেন, দুইবারের বেশি কোন ব্যক্তি যাতে প্রধানমন্ত্রী না হতে পারে সেই প্রস্তাবে ইসলামী আন্দোলন সমর্থন করেছে। কারণ প্রধানমন্ত্রীর মেয়াদের সীমা না থাকায় রাজনীতিতে ব্যক্তিকেন্দ্রীকতার জন্ম নিচ্ছে যা দেশের সামগ্রিক রাজনৈতিক বিকাশকে ক্ষতিগ্রস্ত করছে।