নরসিংদী-২ (পলাশ) আসন থেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ও জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আমজাদ হোসেনের নির্বাচনী সভায় হামলা হয়েছে। এতে প্রার্থী আমজাদ হোসেনসহ ৩০ জন আহত হয়েছে বলে জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে। গত বুধবার বিকেলে মেহেরপাড়া ইউনিয়নের শেখেরচর বাসস্ট্যান্ডে ইউনিয়ন জামায়াত আয়োজিত এ নির্বাচনী জনসভা চলাকালে পূর্ব পরিকল্পিতভাবে বিএনপি নামধারী সশস্ত্র সন্ত্রাসীরা এ হামলা চালায়। এতে তাঁতী দলের সভাপতি বখতিয়ার হোসেন বখতী, যুবদলের সাইফুল ইসলামের নেতৃত্বে বিএনপি ও যুবদলের প্রায় ৫০/৬০ জন দেশীয় ও আগ্নেয়াস্ত্র সজ্জিত হয়ে তাদের ওপর হামলা চালায়। এতে সভা পন্ড হয়ে যায়। গুরুত্বর আহত জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আমজাদ হোসেনসহ ৭জনকে নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে জামায়াতের ৩ জন কর্মী এখনো নিখোজ রয়েছে বলে জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে। পরে জামায়াত নেতাকর্মীদের প্রতিরোধে সন্ত্রাসীরা পালিয়ে যেতে বাধ্য হয়।
গ্রাম-গঞ্জ-শহর
নরসিংদীতে জামায়াতের নির্বাচনী সভায় বিএনপির হামলা ॥ প্রার্থীসহ আহত ৩০
নরসিংদী-২ (পলাশ) আসন থেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ও জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আমজাদ হোসেনের নির্বাচনী সভায় হামলা হয়েছে।