ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা : কুড়িগ্রামের ফুলবাড়ীতে তারুণ্যের উৎসব উপলক্ষে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে।

ফুলবাড়ী উপজেলার প্রাণকেন্দ্র অবস্থিত ফুলবাড়ী ডিগ্রি কলেজ হলরুমে স্বপ্নসিঁড়ি সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার ওয়ালীউল্লাহ মন্ডল, সহকারী অধ্যাপক আজাদ হোসেন, স্বপ্নসিঁড়ি সমাজকল্যাণ সংস্থার সভাপতি মোশারফ মন্ডল, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন নাসিম প্রমুখ।

মতবিনিময়

সোনাতলা (বগুড়া) সংবাদদাতা : বগুড়ার সোনাতলা উপজেলা সমাজসেবা অফিসার আবু সালেহ মো: নুহ্রে সাথে মঙ্গলবার সকাল এগারোটায় সৌজন্যে সাক্ষাত ও মতবিনিময় করেন সোনাতলা উপজেলার পৌরএলাকার ঐতিহ্যেবাহী অরাজনৈতিক সামাজিক সংগঠন ১প্রভাতের আলো তরুণ সংঘে’র নেতৃবৃন্দ। এসময় সমাজসেবা অফিসার আবু সালেহ মোঃ নূহ (অ:দ:) বলেন,একটি সমাজ, দেশ তথা জাতির উন্নয়ন করা সরকারের একার পক্ষে সম্ভব না।

মতবিনিমিয়

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন জেলার নব নিযুক্ত জেলা প্রশাসক (ডিসি) অন্নপূর্ণা দেবনাথ। সোমবার দুপুরে ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ সভা কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বীর মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা, রাজনৈতিক দলের প্রতিনিধি ও সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় বক্তারা কৃষি, শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং মাদকের ভয়াবহতা রোধের ওপর গুরুত্বারোপ করেন।

দুধ ও ডিম বিতরণ

বটিয়াঘাটা বাজার অবস্থিত হাজী মনোয়ারা জাঙ্গীর হাফেজিয়া মাদ্রাসা ও কিশালয় প্রাথমিক বিদ্যালয় এর ছাত্রদের মাঝে ফ্রিতে দুধ ও ডিম খাওয়ানো কর্মসূচি পালন করেন। এ সময় উপস্থিত ছিলেনউপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ তরিকুল ইসলাম, বিপাশা দেবী তনু, মহিলা বিষয়ক,অফিসার আবু বকর মোল্যা। যুব উন্নয়ন অফিসার, ডা. মৃন্ময়ী সরকার, প্রাণিসম্পদ সম্প্রসারণ অফিসার, হাফেজিয়া মাদ্রাসার বড় হুজুর হাফেজ মাহবুবুর রহমান প্রমুখ।

সংবাদ সম্মেলন

ইসলামপুর (জামালপুর) : জামালপুরের ইসলামপুর উপজেলা বিএনপিতে দুই গ্রুপের বিরোধ তীব্র আকার ধারণ করেছে। উপজেলা বিএনপির সভাপতি, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও দলীয় মনোনীত প্রার্থী সুলতান মাহমুদ বাবু গ্রুপ এবং মনোনয়নপ্রত্যাশী শরিফুল ইসলাম খান ফরহাদ গ্রুপের মধ্যকার উত্তেজনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার পৃথক স্থানে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।