বরিশাল অফিস : সারাদেশে দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে, মানুষ এবার প্রকৃত পরিবর্তন চাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল ৫(সদর) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল। তিনি গতকাল ২৭ সেপ্টেম্বর ২২ নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে নির্বাচনী প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরোও বলেন, আওয়ামী দুঃশাসনের সময় আমাদের নেতৃবৃন্দকে জুলুমের মাধ্যমে হত্যা করা হয়েছে, তাদের শুধু একটাই দোষ তারা দেশকে ভালোবাসতো। স্বাধীনতার পরে এদেশে অনেক শাসন হয়েছে, শাসনের নামে শোষণ হয়েছে মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য দরকার রাসুলুল্লাহ সাঃ এর নির্ধারিত পদ্ধতিতে সমাজ পরিচালনা করা, তাহলে জাতি ধর্ম নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে। চার খালিফার আদলে নেয়া ইউনসব ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন দেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
২২ নং ওয়ার্ড সভাপতি সৈয়দ মহাব্বাতুল্লাহ মাহেতের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা আল আমিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মহানগরী সেক্রেটারি মাওলানা মতিউর রহমান, কোতোয়ালী উত্তর থানা আমীর অধ্যাপক আনোয়ার হোসাইন ও নায়েবে আমীর অধ্যাপক গোলাম গোফরান। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বরিশাল মহানগরী সহ-সভাপতি মোহাম্মদ আব্দুর রহিম, জামায়াতে ইসলামী কোতোয়াল উত্তর থানার এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক জাহাঙ্গীর কবির, ১৮ নং ওয়ার্ড সভাপতি আহমেদ বাইজিদ, ২০নং ওয়ার্ড সভাপতি আবু সাঈদ খান, ২১নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ মোকছেদুর রহমান, আদর্শ প্রাথমিক শিক্ষক পরিষদের বরিশাল অঞ্চল পরিচালক মাস্টার কামাল হোসেন, ব্যাংকার্স শাখার অর্থ সম্পাদক মোঃ এনায়েত হোসেন, শ্রমিক কল্যাণ বিএম কলেজ থানার সভাপতি মোহাম্মদ জাকির হোসেন, বিশিষ্ট সমাজসেবক আব্দুল হাই আল মাসুম, ইঞ্জিনিয়ার এস এম সোহাইব, সাবেক ব্যাংকার হারুন আর রশিদ প্রমুখসহ বিশিষ্ট শিক্ষাবিদ ও ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন। সভায় কুরআনুল কারীম থেকে অর্থসহ তেলাওয়াত করেন পাবলিক হেলথ মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা ওবায়দুল হক।