খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বেগ লিয়াকত আলীকে (৭০) গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। শনিবার (১৪ জুন) দুপুরে মহানগরীর ফুলবাড়ীগেট বাজারে সাধারণ জনগণ গণধোলাই দিয়ে খানজাহান আলী থানায় সোপর্দ করেন তাকে। পুলিশ ও স্থানীয়রা জানায়, ফ্যাসিস্ট হাসিনার পতনের পর থেকে বেগ লিয়াকত আলী গা-ঢাকা দেয়ন। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা হয়। যার মধ্যে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি মামলা রয়েছে। তার অত্যাচারে অতিষ্ঠ ছিলেন ব্যবসায়ীসহ স্থানীয় লোকজন। সম্প্রতি সময়ে একটি মামলায় তিনি জেল খেটে জামিনে বের হয়েছেন। ফুলবাড়ীগেট বাজারে এলে তার অত্যাচারে অতিষ্ঠ লোকজন তাকে ঘিরে ফেলে এবং গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। খানজাহান আলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, বেগ লিয়াকত আলীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় জনতা। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে মামলা রয়েছে। কিছুদিন আগে তিনি একটি মামলায় জামিনে বের হয়েছে।
গ্রাম-গঞ্জ-শহর
খুলনায় আওয়ামী লীগ নেতা বেগ লিয়াকতকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ
খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বেগ লিয়াকত আলীকে (৭০) গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।
Printed Edition
