‘মাদক আমাদের যুব শক্তিকে ধ্বংস করে—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস-২০২৫ উপলক্ষে গাজীপুর মহানগরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের আয়োজনে বৃহস্পতিবার (২৬ জুন)এক সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
র্যালির মূল আহ্বান ছিলÑ“নেশামুক্ত, সুস্থ, সুন্দর সমাজ গড়তে আসুন সকল মাদককে না বলি এবং “অবৈধ মাদক ব্যবসায়ীরা দেশ ও জাতির শত্রু, এদেরকে ধরিয়ে দিন।
র্যালিতে প্রধান অতিথি ছিলেন গাজীপুর মহানগর জামায়াতের আমির, অধ্যাপক জামাল উদ্দিন।
সভাপতিত্ব করেন মহানগরের যুব বিভাগের সভাপতি, জিয়াউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী, মুহাম্মদ হোসেন আলী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, টঙ্গী পশ্চিম থানার নেতা নেয়ামত উল্লাহ সাকের, মহানগর ছাত্রশিবিরের সভাপতি, রেজাউল ইসলাম এবং সদর মেট্রো থানার নায়েবে আমির, সাদিকুজ্জামান সহ স্থানীয় নেতৃবৃন্দ। রেলিটি শহরের শিববাড়ি মোড় এলাকা থেকে শুরু হয়ে নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
রেলী শেষে বক্তারা বলেন, মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি যা আমাদের তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এই চক্র ভেঙে দিতে হলে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে একযোগে কাজ করতে হবে। তরুণ প্রজন্মকে বাঁচাতে হলে মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তোলা এখন সময়ের দাবি।