জয়পুরহাট জেলা সংবাদদাতা : জয়পুরহাট সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে ঐতিহাসিক পলাশী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি শহরের আরামনগের দারুসসুফফা ট্রাস্ট মিলনায়তনে

সংস্কৃতি কেন্দ্রের সভাপতি মাস্টার বনি ইয়ামিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রের প্রধান উপদেষ্টা ও জয়পুরহাট-১ আসনের জামায়াত মনোনিত প্রার্থী ফজলুর রহমান সাঈদ।

বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা উপদেষ্টা, সাবেক ইউপি চেয়ারম্যান ও জেলা জামায়াতের সেক্রেটারী গোলাম কিবরিয়া মন্ডল, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও সদর উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান হাসিবুল আলম, উদ্ভাবন সংস্কৃতি কেন্দ্রের পরিচালক তানভির আহমেদ প্রমুখ।

বক্তারা বলেন, ২৩ জুনের ইতিহাস আমাদের জন্য একটি বড় শিক্ষা। বাঙালিকে ঘরের শত্রু-মিত্র চিহ্নিত করতে হবে। নিজেদের ক্ষুদ্র স্বার্থে জাতির সাথে যারা বিশ্বাসঘাতকতা করেছে, জাতি তাদের ঘৃণার সাথে স্মরণ করবে। জাতীয় স্বার্থে আমাদের এক থাকতে হবে। জাতির চিরায়ত সংস্কৃতি সংরক্ষণের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মানে সংস্কৃতি কর্মীদের এগিয়ে আসতে হবে।