ধামরাই (ঢাকা) সংবাদদাতা : ধামরাইয়ে অতিরিক্ত মদ্য পানে ২ যুবকের মৃত্যু হয়েছে। গত শুক্রবার সকালে ধামরাই উপজেলার ভালুম আদর্শ (গুচ্ছ) গ্রামে আবুল কাশেমের ভাড়াটিয়া অতিরিক্ত বিষাক্ত মদ্য পানে বিপ্লব কুমার (২৬) ও সুধীর হাওলাদার (৪২) নামে দুই যুবকের মৃত্যু হয়। এদিকে ঘটনাস্থল আবুল কাশেমের বাড়ি থেকে ধামরাই থানা পুলিশ লাশ ২টি উদ্ধার করে। নিহতরা হলেন রংপুর জেলার মিঠাপুকুর থানার শঠিবাড়ী এলাকার বাবুল কুন্ডুর ছেলে বিপ্লব কুমার ও একই এলাকার হলদি গ্রামের ভুবন হাওলাদারের ছেলে সুধীর হাওলাদার।

এ ব্যাপারে ধামরাই থানার অফিসার্স ইনচার্জ ওসি মনিরুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।