ফরিদপুর সংবাদদাতা : ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের রনকাইল চাপাইবিলে মাছের উৎপাদন ও স্থানীয় জীববৈচিত্র্য বৃদ্ধির লক্ষ্যে ২৪০ কেজি বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। এই উদ্যোগটি স্থানীয় মৎস্যসম্পদ ব্যবস্থাপনা এবং বেকার যুবকদের মৎস্য চাষে উৎসাহিত করতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সম্প্রতি কার্যক্রমের উদ্বোধন করেন ফরিদপুর সদর উপজেলার নির্বাহী অফিসার ইসরাত জাহান এবং উপজেলা মৎস্য কর্মকর্তা মোসা. শিরিন শারমিন খান। পোনা অবমুক্তকরণের সময় তাদের সাথে আরও উপ¯ি’ত ছিলেন কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ আলতাফ হুসাইন, কৃষিবিদ মো. আনোয়ার হোসেন, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. কামরুল ইসলাম, এবং স্থানীয় ইউপি সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কর্মকর্তারা জানান, এই পোনা অবমুক্তকরণের মূল লক্ষ্য হলো চাপাইবিলের জলাশয়ের প্রাকৃতিক ভারসাম্য ফিরিয়ে আনা এবং মৎস্য চাষের মাধ্যমে এলাকার অর্থনৈতিক উন্নয়নকে গতিশীল করা। এর ফলে স্থানীয় মৎস্যজীবীরা উপকৃত হবেন এবং মাছের উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।